Logo
Logo
×

সারাদেশ

গাজীপুরে নষ্ট হচ্ছে গুরুত্বপূর্ণ ভলিয়মসহ নিকাহ রেজিস্ট্রার

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৩, ০৭:৪২ পিএম

গাজীপুরে নষ্ট হচ্ছে গুরুত্বপূর্ণ ভলিয়মসহ নিকাহ রেজিস্ট্রার

স্থান সংকুলানের অভাবে গাজীপুরে নষ্ট হতে যাচ্ছে হাজার হাজার ভলিয়ম, ইনডেক্স, ফি, থাম ও গুরুত্বপূর্ণ নিকাহ রেজিস্ট্রার বহি। জরুরিভিত্তিতে গাজীপুর জেলা রেজিস্ট্রারের কার্যালয়, জেলা রেকর্ডরুম, গাজীপুর সদর সাবরেজিস্ট্রি অফিস ও গাজীপুর ২য় যুগ্ম সাবরেজিস্ট্রি অফিস এবং সর্বসাধারণের নিরাপদ যাতায়াত ও অবস্থানের স্মার্ট রেজিস্ট্রি কমপ্লেক্স ভবন নির্মাণের দাবি উঠেছে। মহাপরিদর্শক নিবন্ধন বরাবর একজন বীর মুক্তিযোদ্ধা লিখিতভাবে এ দাবি জানান।

জানা গেছে, বাংলাদেশে গাজীপুর জেলার রেকর্ডরুম অনেক পুরাতন ও বিস্তৃত। ঢাকা রেজিস্ট্রি কমপ্লেক্সের পরেই গাজীপুর রেজিস্ট্রেশন বিভাগের অবস্থান। যেখানে ১৮৯৭ সাল থেকে অদ্যাবধি ভলিয়ম বহি আছে ৪৬ হাজার, ইনডেক্স বহি আছে ৮ হাজার। এছাড়াও রয়েছে ফি বহি, থাম বহি ও নিকাহ্ রেজিস্ট্রার বহি ইত্যাদিসহ মোট ৬০ হাজারের অধিক গুরুত্বপূর্ণ বহি বিদ্যমান আছে।

গাজীপুর সদর সাবরেজিস্ট্রি অফিসে ২০০৬-২০২৩ সাল পর্যন্ত ভলিয়ম বহি, ইনডেক্স বহি, ফি বহি, থাম বহিসহ প্রায় ২০ হাজার গুরুত্বপূর্ণ বহি এবং গাজীপুর ২য় যুগ্ম সাবরেজিস্ট্রি অফিসে ২০১০-২০২৩ সাল পর্যন্ত উল্লেখিত বহি রয়েছে প্রায় ১২ হাজার।

গাজীপুর সদর ও যুগ্ম সাবরেজিস্ট্রি অফিসে নকলনবিশের সংখ্যা প্রায় ২৫০ জন এবং রেকর্ডরুমে নকলনবিশের সংখ্যা রয়েছে প্রায় ১০০ জন; কিন্তু নবনির্মিত একটি ভবনে নকলনবিশের ধারণক্ষমতা আছে মাত্র ৩০ জন।

এছাড়াও রেকর্ডরুমে দলিল লেখক ও তল্লাশকারক আছে আরও ৭২ জন; কিন্তু নবনির্মিত ওই ভবনটিতে তাদের জন্য ধারণক্ষমতা আছে মাত্র ১০ থেকে ১২ জনের।

এদিকে গাজীপুর জেলা শহর থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে একটি অরক্ষিত এলাকা মারিয়ালী নামক স্থানে সম্প্রতি গাজীপুর জেলা রেজিস্ট্রেশন কমপ্লেক্স ভবন নির্মাণ করা হয়। ওই ভবনে গুরুত্বপূর্ণ ওই উল্লেখিত বহিসমূহ ধারণক্ষমতা আছে মাত্র ২২ হাজারেরও কম। এ অবস্থায় ওই ভবনে গাজীপুর জেলা, সদর ও যুগ্ম সাব-রেজিস্ট্রি অফিস স্থানান্তরের প্রস্তুতি রয়েছে।

জমি রেজিস্ট্রেশন সংশ্লিষ্টরা জানান, মারিয়ালী গ্রামটি পুলিশের খাতায় অপরাধের রেড জোন। এছাড়া এলাকাটিতে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, চুরি, ছিনতাই, লুটপাটসহ খুনখারাপি এমন কোন অনৈতিক কর্মকাণ্ড বাদ নাই। ওই এলাকায় গাজীপুর জেলা রেকর্ডরুমে কর্মরত নারী নকলনবিশসহ সাধারণ জনগণের আর্থিক লেনদেন ও যাতায়াত অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

গাজীপুর জেলা রেজিস্ট্রারের অধীনে জেলা রেজিস্ট্রারের কার্যালয়, জেলা রেকর্ডরুম, গাজীপুর সদর সাবরেজিস্ট্রি অফিস ও গাজীপুর ২য় যুগ্ম সাবরেজিস্ট্রি অফিস গাজীপুর সিটির ভিতরে ভিন্ন ভিন্ন জায়গায় হলে তা সাধারণ জনগণের জন্য এক দুর্ভোগের।

তারা আরও বলেন, রেজিস্ট্রেশন অধিদপ্তর দেশের ২য় বৃহত্তম অর্থনৈতিক আয়ের খাত হিসেবে চিহ্নিত। ঢাকা রেজিস্ট্রেশন কমপ্লেক্সের পরেই গাজীপুর রেজিস্ট্রেশনের অবস্থান। সেহেতু জনগণের স্বার্থের পাশাপাশি অর্থনৈতিক লেনদেনের নিরাপত্তা এবং জনদুর্ভোগ এড়াতে নিরাপদ স্থানে একটি স্মার্ট রেজিস্ট্রেশন কমপ্লেক্স ভবন নির্মাণ করা খুবই জরুরি।

গাজীপুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম