Logo
Logo
×

সারাদেশ

চসিকের খালে পড়ে প্রাণ হারানো নিপার পরিবারের পাশে মেয়র

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৩, ০৯:৩১ পিএম

চসিকের খালে পড়ে প্রাণ হারানো নিপার পরিবারের পাশে মেয়র

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) খোলা নালায় পড়ে প্রাণ হারানো নিপা পালিতের পরিবারের সঙ্গে দেখা করেছেন মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।

মঙ্গলবার নগরীর ইসলামিয়াহাট এলাকায় গিয়ে নিপা পালিতের পরিবারের হাতে নগদ ১ লাখ টাকার অনুদান তুলে দেন মেয়র। এ সময় নিহতের পরিবারের একজন সদস্যকে চসিকে চাকরি দেওয়ার আশ্বাস দেন তিনি।

সাক্ষাতকালে মেয়র বলেন, নিপার মৃত্যুর ঘটনা অত্যন্ত মর্মান্তিক। সন্তানের এমন চলে যাওয়া কোনো বাবা-মায়ের পক্ষে মেনে নেওয়া সম্ভব না। সন্তান হারানোর মতো এত বড় বেদনা আর হতে পারে না। মহান সৃষ্টিকর্তা নিপার পরিবারকে এই শোক সইবার শক্তি ও ধৈর্য দিক। নিহত নিপা পালিতের পরিবার আর্থিকভাবে অত্যন্ত অসচ্ছল হওয়ায় আমি তাকে আর্থিক অনুদান দিয়েছি। এছাড়া নিহতের বোন উপমা পালিত উচ্চ মাধ্যমিকে অধ্যয়নরত, ওর পড়াশোনা শেষ হলে চসিকে চাকরি প্রদান করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন- চসিকের ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গাজী মো. শফিউল আজিম, আবদুল মান্নান, আশরাফুল আলম, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, নির্বাহী প্রকৌশলী রিফাতুল করিম প্রমুখ।

সোমবার সকাল ৯টার দিকে কলেজে যাওয়ার জন্য বের হয়ে ইসলামিয়াহাট এলাকার একটি নালায় পড়ে ঢলের পানিতে তলিয়ে যায় নিপা পালিত। পরে তার লাশ উদ্ধার করা হয়। তিনি হাটহাজারী সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। নিপা ওই এলাকার উত্তম পালিতের মেয়ে।

চট্টগ্রাম সিটি করপোরেশন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম