Logo
Logo
×

সারাদেশ

ময়মনসিংহ জেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

Icon

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৩, ১০:১৬ পিএম

ময়মনসিংহ জেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

মুজিববর্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ৪র্থপর্যায়ের ২য় ধাপে ময়মনসিংহ জেলার ৬টি উপজেলায় মোট ৭৯৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর হস্তান্তরের মধ্য দিয়ে জেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধনের পর জেলায় আনুষ্ঠানিকভাবে উপকারভোগীদের মাঝে এসব ঘর হস্তান্তর করেন।

এর মধ্যে জেলার সদর উপজেলায় ১৭৬টি, মুক্তাগাছা উপজেলায় ২৫২টি, গফরগাঁও উপজেলায় ৮৮টি, ঈশ্বরগঞ্জ উপজেলায় ৬৩টি, হালুয়াঘাট উপজেলায় ১৭৮টি এবং ধোবাউড়া উপজেলায় ৩৮টি ঘর হস্তান্তর করা হয়। ময়মনসিংহ সদর উপজেলার ১৭৬ জন ভূমিহীন পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা বেগম।

সদর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলামের সভাপতিত্বে জমি ও গৃহ হস্তান্তর অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শবনম মুশতারি, সদর উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসাইন, ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান শাহিন, জেলা আওয়ামী লীগ সভাপতি এহতেশামুল আলমসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

এ পর্যন্ত জেলার ১৩টি উপজেলায় আশ্রয়ণ-প্রকল্পে চার হাজার ১৮৯টি পরিবারকে ঘর হস্তান্তর করা হয়।

চলতি বছরের ২২ মার্চ জেলার ত্রিশাল, গৌরীপুর ও তারাকান্দাকে, ২১ জুলাই ফুলবাড়ীয়া, ভালুকা, নান্দাইল ও ফুলপুর উপজেলাকে এবং বুধবার ময়মনসিংহ সদর, মুক্তাগাছা, গফরগাঁও, ঈশ্বরগঞ্জ, হালুয়াঘাট ও ধোবাউড়াকে জমি ও গৃহ হস্তান্তরের মাধ্যমে ময়মনসিংহ জেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়।

ময়মনসিংহ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম