Logo
Logo
×

সারাদেশ

লরিচাপায় নারীর মৃত্যু, গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

Icon

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১০ আগস্ট ২০২৩, ০১:৩৮ পিএম

লরিচাপায় নারীর মৃত্যু, গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেড এলাকায় তেলবাহী লরিচাপায় মোসা. পারভিন আক্তার (৩৩) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সড়ক অবরোধ করে প্রতিবাদ করেন বিভিন্ন গার্মেন্টস শ্রমিকরা। 

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ইপিজেডের প্রধান গেটের সামনে নারায়ণগঞ্জ-চিটাগাং রোড-আদমজী ইপিজেড সড়ক তারা অবরোধ করেন। 

সড়ক অবরোধের ফলে ৩০ মিনিটের মতো যান চলাচল বন্ধ ছিল। এতে করে ওই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। তবে পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। 

শ্রমিকরা বলেন, বেপরোয়াভাবে ভারি যানবাহন চলাচলের কারণে প্রায় সময় এই সড়কে দুর্ঘটনায় অনেকের মৃত্যু হয়। বুধবারও আমাদের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আমরা এসব বেপরোয়া গতির যান চালকদের শাস্তি চাই। এদের বিচার না হওয়ার কারণে বারবার এরা পার পেয়ে যায়। সড়ক দুর্ঘটনার নামে মানুষের প্রাণ কেড়ে নেয় এরা। তাই আমরা তাদের বিচারের দাবিতে সড়ক অবরোধ করেছি। 

গত ৯ আগস্ট সকাল ৮টায় আদমজী ইপিজেডের সামনে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা বলেন, সড়ক দুর্ঘটনায় তাদের এক সহকর্মীর মৃত্যুতে বিচারের দাবিতে তারা ১০-১৫ মিনিটের মতো সড়কে অবস্থান করেছিল। আমরা খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে গিয়ে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিই।

দুর্ঘটনা নিহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম