Logo
Logo
×

সারাদেশ

হাওড়ে নিখোঁজ যুব ইউনিয়ন নেতার লাশ উদ্ধার

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৩, ০৪:৩৯ পিএম

হাওড়ে নিখোঁজ যুব ইউনিয়ন নেতার লাশ উদ্ধার

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় হাওড়ে নিখোঁজের ৪২ ঘণ্টা পর যুব ইউনিয়নের এক নেতার লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার সকাল ৯টা ৪৫ মিনিটে তার লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কিশোরগঞ্জ স্টেশন অফিসার আবুজর গিফারী।

অন্তর ঝালকাঠি সদর উপজেলার কাঠপট্টি এলাকার উত্তম চক্রবর্তীর ছেলে। 

তিনি যুব ইউনিয়নের জাতীয় পরিষদের সদস্য এবং ঢাকা মহানগর উত্তর কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক। এ ছাড়া তিনি রাজধানীর মহাখালীতে একটি বেসরকারি কোম্পানিতে হিসাবরক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার অন্তর পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে ঢাকা থেকে নিকলী হাওড়ে যান।  বিকালে ট্রলার নিয়ে মিঠামইন হাওড়ে ঘুরতে যান। একসময় নৌকায় বসে গোসল করতে গিয়ে পানিতে পড়ে তলিয়ে গিয়ে নিখোঁজ হন যুব ইউনিয়ন নেতা অন্তর। 

ওই দিন বিকালে ও শনিবার কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল লাশ উদ্ধারে অভিযান পরিচালানা করেন। লাশ না পেয়ে রোববার সকালে আবারও লাশ উদ্ধারে হাওড়ে নামেন ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

পরে, সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে অন্তরের ভাসমান লাশ উদ্ধার করে মিঠামইন থানায় হস্তান্তর করে ফায়ার সার্ভিস।

হাওড় নিখোঁজ লাশ উদ্ধার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম