Logo
Logo
×

সারাদেশ

বঙ্গবন্ধু আমাদের সবার মাঝে বেঁচে আছেন: অর্থমন্ত্রী

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৩, ১০:৫৩ পিএম

বঙ্গবন্ধু আমাদের সবার মাঝে বেঁচে আছেন: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী এবং কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বঙ্গবন্ধু আমাদের সবার মাঝেই বেঁচে আছেন। আমরা সবাই মিলে বঙ্গবন্ধুর অসমাপ্ত সোনার বাংলাদেশ গড়ার কাজে নিয়োজিত থাকব। ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আ হ ম মুস্তফা কামাল বলেন, প্রধানমন্ত্রী যখন দায়িত্ব নিয়েছেন তখন অর্থনীতিতে আমাদের অবস্থান ছিল ৬০ নম্বর, আর এখন বাংলাদেশ সারা বিশ্বের অর্থনীতিতে ৩৫ নম্বর। ২০৪১ সালের মধ্যে পৃথিবীর শীর্ষ ২০টি দেশের একটি দেশ হবে বাংলাদেশ। বাজেটে আকার বৃদ্ধি পেয়েছে দশগুণ। বঙ্গবন্ধু শুধু একটি নাম নন, তিনি ছিলেন, আছেন এবং তিনি থাকবেন। তিনি আমাদের অহংকার। আমাদের মধ্যেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থাকবেন আজীবন। আমরা সবাই মিলে তার অসমাপ্ত কাজ সম্পন্ন করব।

এ সময় দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক মুজিব এমপি বলেন- বঙ্গবন্ধু যদি বেঁচে থাকতেন আজ বাংলাদেশ ইউরোপ আমেরিকাসহ অন্যান্য দেশের কাতারে থাকত।

সহ-সভাপতি এবং বিশিষ্ট শিল্পপতি এজেডএম শফিউদ্দিন শামীম বলেন, বঙ্গবন্ধু আমাদের প্রেরণা এবং শক্তির উৎস। আমাদের ধমনীতে বঙ্গবন্ধুর আদর্শিক রক্ত প্রবাহিত বলেই আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সব ষড়যন্ত্র মোকাবেলা করে বীরদর্পে এগিয়ে যাচ্ছি।

এতে আরও বক্তব্য রাখেন- যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এহতেশামুল চৌধুরী রুমি প্রমুখ।

কুমিল্লা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম