Logo
Logo
×

সারাদেশ

৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সিএনজিচালক গ্রেফতার

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৩, ১০:৪৬ পিএম

৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সিএনজিচালক গ্রেফতার

শেরপুরের ঝিনাইগাতীতে ৮ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আরাফাত ফয়সাল (২৪) নামে এক সিএনজিচালককে গ্রেফতার করেছে পুলিশ। 

মঙ্গলবার রাতে পুলিশ অভিযান চালিয়ে ঝিনাইগাতী উপজেলার মানিককুড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ফয়সাল ঝিনাইগাতী বাজারের আব্দুল সামাদের ছেলে। 

ভিকটিম শিশুর পরিবার ও এলাকাবাসীর বরাত দিয়ে ঝিনাইগাতী থাানার ওসি মনিরুল আলম ভূঁইয়া জানান, ভিকটিম শিশু মানিককুড়া গ্রামের এক দিনমজুরের মেয়ে ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। গত ১৯ আগস্ট বিকালে প্রতিবেশী মৃত ফজল হকের ছেলে মোশারফের (৩০) বাড়িতে শিশুটি খেলছিল। 

এ সময় মোশারফের সহযোগিতায় ফয়সাল ওই শিশুটিকে ফুসলিয়ে ঘরে নিয়ে যায়। পরে ফয়সাল জোর করে শিশুটির কাপড় খুলে মুখ চেপে ধরে ধর্ষণ করে। একপর্যায়ে শিশুটি চিৎকার করলে অভিযুক্ত ফয়সাল তাকে ছেড়ে দেয়। পরে ভিকটিম শিশুটি রক্তাক্ত অবস্থায় বাড়িতে আসে। 

এদিকে ধর্ষণের ঘটনাটি ধামাচাপা দিতে আসামি ও তার সহযোগী ভিকটিমের পরিবারকে হুমকি দিয়ে তাদের বাড়িতে অবরুদ্ধ করে রাখে। পরে ২২ আগস্ট মঙ্গলবার ৯৯৯ নাম্বারে এবং ঝিনাইগাতী থানা পুলিশকে মোবাইল ফোনে বিষয়টি জানালে প্রশাসন ও ঝিনাইগাতী পুলিশের নজরে আসে।

পরে মঙ্গলবার রাতেই এ ব্যাপারে ঝিনাইগাতী থানায় আরাফাত ফয়সাল ও মোশারফকে আসামি করে মামলা দায়ের করা হয়। পুলিশ ওই রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত ফয়সালকে গ্রেফতার করে। 

ঝিনাইগাতী থানার ওসি আরও জানান, এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হলে অভিযুক্ত আসামি ফয়সালকে গ্রেফতার করে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে। অপর আসামিকে গ্রেফতারে চেষ্টা চলছে। 

৮ বছর শিশু ধর্ষণ অভিযোগ সিএনজিচালক গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম