Logo
Logo
×

সারাদেশ

সুইচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে গৃহবধূর মৃত্যু

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৩, ১১:৪৭ পিএম

সুইচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে গৃহবধূর মৃত্যু

শেরপুরের শ্রীবরদীতে বিদ্যুতের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে শারমিন আক্তার (৩২) নামে এক গৃহবধূ নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শ্রীবরদী উপজেলার দক্ষিণ ষাইটকাকড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ষাইটকাকড়া গ্রামের শামীম মিয়ার স্ত্রী শারমিন বসত ঘরে বিদ্যুতের সুইচ দিতে যায়। এ সময় বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয়। পরে ওই গৃহবধূর স্বামী ও আশপাশের লোকজন শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্বামী শামীম মিয়া বলেন, আমি কৃষি কাজ করি। সন্ধ্যায় ঘরের বাইরে ছিলাম। এ সময় বিদ্যুতের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই।

নিহত গৃহবধূর বাবা আব্দুল জলিল জানান, তার মেয়ের সাংসারিক জীবনে দুই সন্তানের মা। আজ হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মেয়ে নিহত হয়। এ সংবাদ পেয়ে তারা ঘটনাস্থলে এসেছেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাহাত চৌধুরী বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই সে মারা গেছে।

এ ব্যাপারে শ্রীবরদী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেরপুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম