শোকের মাসে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বিতরণ স্বজন সমাবেশের
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৩, ০৮:৫৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
শোকের মাস আগস্ট উপলক্ষ্যে ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে বৃহস্পতিবার মাসব্যাপী আয়োজিত রচনা, কুইজ ও সাধারণ জ্ঞান অন্বেষণ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ও গ্রন্থ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট শাহাদৎবরণকারী সব শহিদ, ২১ আগস্ট গ্রেনেড হামলা, ১৭ আগস্ট সিরিজ বোমায় নিহতদের ও ১৯৭১ সালের এই মাসে শহিদ বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, ১৯৭১ সালের ২১ আগস্ট গৌরীপুর শালীহর গণহত্যা দিবসের সব শহিদ ও এ মাসে প্রয়াত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ ও শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। সবার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. মো. মতিউর রহমান। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছিল বলেই আমরা একটি লাল-সবুজ খচিত বাংলাদেশ পেয়েছি। বিশ্ব মানচিত্রে ‘বাংলাদেশ’ শব্দটি যুক্ত হয়েছে। তিনি ছিলেন প্রকৃত জনমানুষের নেতা গরিবের বন্ধু।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর চেতনা নব-প্রজন্মের মাঝে পৌঁছে দিতে হবে। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও বাংলাদেশের চেতনা লালন করতে হবে। ধারণ করতে হবে। বঙ্গবন্ধুকে ছাড়া বাংলাদেশ অসম্পূর্ণ, তাই বাংলাদেশকে জানতে হলে আগে বঙ্গবন্ধুকে জানতে হবে। বই জ্ঞানের আধার, মনের খাদ্য। একটি বই হাজারও বন্ধুর চেয়ে উপকারী।
হাতেম আলী সড়কে স্বজন সমাবেশের কার্যালয়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন উপজেলা স্বজনের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, ডৌহাখলা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রমজান আলী মুক্তি, গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম হোসেন, যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, হারুন পাঠাগারের প্রতিষ্ঠাতা মো. হারুন মিয়া, উপজেলা স্বজন সমাবেশের সহসভাপতি শামীমা খানম মীনা, রক্তদান ফাউন্ডেশনের সভাপতি মো. আশিকুর রহমান রাজিব, অচিন্তপুর ছাত্রলীগের সভাপতি মো. খায়রুল ইসলাম, সরকারি কলেজ স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক মৌসুমী আক্তার রিনি, সাংগঠনিক সম্পাদক রমজানুর আহাম্মদ নাজিম প্রমুখ।
পুরস্কারপ্রাপ্তরা হলেন- ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক রচনা প্রতিযোগিতায় ক-গ্রুপে মৌসুমী আক্তার রিনি, মো. মোস্তাকিম মিয়া, জাহাঙ্গীর আলম জয়, খ-গ্রুপে রমজানুর আহাম্মদ নাজিম, সাইফ আহমেদ, সজিব খান, সাধারণ জ্ঞানে ক-বিভাগে রিফাহ তাসনিয়া তরী, কাশফিয়া জাহান তৃপ্তি, তাজিকুল ইসলাম, খ-বিভাগে তায়্যিবা জামান রায়না, এহসানুল হক জারীফ, নুরুন্নাহার বেগম, কুইজ প্রতিযোগিতায় শামীম আহমেদ, তপু রায়হান, জিহাদুল ইসলাম। এছাড়াও সব স্বজনের মাঝে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই বিতরণ করা হয়।
