Logo
Logo
×

সারাদেশ

গফরগাঁওয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

Icon

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৯ পিএম

গফরগাঁওয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

ময়মনসিংহের গফরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে রিয়াদ (৭) ও হাসান (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার পাগলা থানার লংগাইর ইউনিয়নের কাজা গ্রামে সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।

রিয়াদ কাজা গ্রামের মালয়েশিয়া প্রবাসী আলামিনের ছেলে ও হাসান একই গ্রামের মালয়েশিয়া প্রবাসী ইয়াজুলের ছেলে। তারা একে অপরের চাচাতো ভাই। দুই শিশুই কিন্ডারগার্টেন স্কুলের প্রথম শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ সূত্রে জানা যায়, রিয়াদ ও হাসান দুপুরে স্কুল থেকে ফিরে একসঙ্গে বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে। পানিতে ডুব খেলা খেলতে গিয়ে এক সময় পুকুরের পানিতে তলিয়ে যায়। এ সময় অন্য এক শিশু তাদের দুজনের ডুবে যাওয়ার দৃশ্য দেখে চিৎকার শুরু করে। চিৎকার শুনে বাড়ির ভেতর থেকে তাদের দাদা আবু সাঈদসহ স্বজনরা এসে পুকুরের পানিতে নেমে তাদের খুঁজে অচেতন অবস্থায় উদ্ধার করে। পরে তাদের উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কর্তব্যরত চিকিৎসক ডা. শারমিন আক্তার পপি জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই শিশু দুটির মৃত্যু হয়েছে।

পাগলা থানার ওসি রাজু আহাম্মদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, একসঙ্গে দুই শিশুর মৃত্যুর ঘটনাটি দুঃখজনক।

ময়মনসিংহ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম