Logo
Logo
×

সারাদেশ

যুবলীগ নেতা আসাদ হত্যার ঘটনায় গ্রেফতার আরও ২

Icon

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১১:১১ পিএম

যুবলীগ নেতা আসাদ হত্যার ঘটনায় গ্রেফতার আরও ২

প্রতীকী ছবি

ময়মনসিংহের মুক্তাগাছায় যুবলীগ নেতা আসাদ হত্যার ঘটনায় জড়িত আরও দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার ভোরে সুনামগঞ্জ জেলার মধ্যনগর চান্দালিপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

তারা হলেন- মুক্তাগাছা উপজেলার তারাটি ফকিরপাড়া এলাকার মনজুরুল হকের ছেলে মো. মমিনুল হক (২১) ও একই এলাকার মোখলেছুর রহমানের ছেলে সাখাওয়াত হোসেন লিমন (১৯)।

জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন জানান, এরা এজাহারভুক্ত ৮ ও ৯নং আসামি। হত্যাকাণ্ডের পর এরা এলাকা ছেড়ে পালিয়ে সুনামগঞ্জে আশ্রয় নেন। মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে তাদের গ্রেফতার করা হয়।

গত ২৮ আগস্ট মুক্তাগাছা পৌর শহরের আটানিবাজারে চা-পান করার সময় যুবলীগকর্মী আসাদুজ্জামান আসাদকে (৩২) কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় গত ৩১ আগস্ট নিহত আসাদের ছেলে তাইব হাসান আনন্দ বাদী হয়ে ৩০ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। পরে মামলাটির তদন্তভার জেলা গোয়েন্দা শাখায় ন্যাস্ত করা হয়।

যুবলীগ নেতা গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম