যুবলীগ নেতা আসাদ হত্যার ঘটনায় গ্রেফতার আরও ২
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১১:১১ পিএম
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ময়মনসিংহের মুক্তাগাছায় যুবলীগ নেতা আসাদ হত্যার ঘটনায় জড়িত আরও দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার ভোরে সুনামগঞ্জ জেলার মধ্যনগর চান্দালিপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
তারা হলেন- মুক্তাগাছা উপজেলার তারাটি ফকিরপাড়া এলাকার মনজুরুল হকের ছেলে মো. মমিনুল হক (২১) ও একই এলাকার মোখলেছুর রহমানের ছেলে সাখাওয়াত হোসেন লিমন (১৯)।
জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন জানান, এরা এজাহারভুক্ত ৮ ও ৯নং আসামি। হত্যাকাণ্ডের পর এরা এলাকা ছেড়ে পালিয়ে সুনামগঞ্জে আশ্রয় নেন। মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে তাদের গ্রেফতার করা হয়।
গত ২৮ আগস্ট মুক্তাগাছা পৌর শহরের আটানিবাজারে চা-পান করার সময় যুবলীগকর্মী আসাদুজ্জামান আসাদকে (৩২) কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় গত ৩১ আগস্ট নিহত আসাদের ছেলে তাইব হাসান আনন্দ বাদী হয়ে ৩০ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। পরে মামলাটির তদন্তভার জেলা গোয়েন্দা শাখায় ন্যাস্ত করা হয়।
