Logo
Logo
×

সারাদেশ

যুবলীগ কর্মী আসাদ হত্যায় খুনিদের চিহ্নিত করে বিচার দাবি জেলা পরিষদ চেয়ারম্যানের

Icon

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১৭ পিএম

যুবলীগ কর্মী আসাদ হত্যায় খুনিদের চিহ্নিত করে বিচার দাবি জেলা পরিষদ চেয়ারম্যানের

ময়মনসিংহের মুক্তাগাছায় যুবলীগ কর্মী আসাদ হত্যা মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত খুনিদের চিহ্নিত করে বিচারের দাবি জানিয়েছেন ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান। মঙ্গলবার দুপুরে জেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

এ সময় তিনি বলেন, যুবলীগ কর্মী আসাদ হত্যার ঘটনায় জেলা পরিষদের সদস্য ও মুক্তাগাছা উপজেলা যুবলীগের সভাপতি মাহবুবুল আলম মনিকে এক নম্বর আসামি করা হয়েছে। অথচ হত্যাকাণ্ডের সময় তিনি ময়মনসিংহ নগরীর নেক্সাস কার্ডিয়াক হাসপাতালে তার অসুস্থ স্ত্রীকে নিয়ে ব্যস্ত ছিলেন। তিনি এ হত্যাকাণ্ডে সঠিক তদন্ত করে জড়িতদের উপযুক্ত শাস্তি দাবির পাশাপাশি নিরীহ নিরপরাধ ব্যক্তিদের হয়রানি বন্ধের দাবি জানান।

সংবাদ সম্মেলনে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ আবু বক্কর সিদ্দিক এবং মুক্তাগাছা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৮ আগস্ট রাতে মুক্তাগাছার যুবলীগ কর্মী আসাদুজ্জামান আসাদকে কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ময়মনসিংহ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম