ডিবি পরিচয়ে টাকা লুট, বরখাস্ত পুলিশ সদস্যসহ গ্রেফতার ২
টঙ্গী পূর্ব (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
গাজীপুরের টঙ্গীতে ডিবি পরিচয়ে বিকাশ দোকানির কাছ থেকে টাকা লুটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বরখাস্ত পুলিশ সদস্য ও এক সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতাররা হলেন- বরখাস্তকৃত পুলিশ সদস্য আজাদুর রহমান আজাদ (৫১) ও সাংবাদিক পরিচয় দানকারী কামরুজ্জামান টিটু (৩৯)।
পুলিশ সদস্য আজাদকে ঢাকার দক্ষিণ খান এলাকা এবং কামরুজ্জামান টিটুকে টঙ্গীর মিরাশপাড়ার মদিনাপাড়া থেকে গ্রেফতার করা হয়।
এর আগে গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে টঙ্গীর স্টেশন রোড এলাকায় বিকাশ এজেন্ট সুমন মিয়া ও তার ভাতিজা আবিরকে ডিবি লেখা সংবলিত একটি নোহা গাড়ি থেকে ৭-৮জন দুর্বৃত্ত নেমে এলোপাতাড়ি মারধর করে গাড়িতে উঠিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে তারা ডাকচিৎকার শুরু করলে একপর্যায়ে তাদের কাছে থাকা ব্যাগভর্তি নগদ সাড়ে ৩ লাখ টাকা হাতিয়ে নিয়ে সটকে পড়ে দুর্বৃত্তরা।
এ ঘটনায় পরদিন মঙ্গলবার দুপুরে থানায় একটি লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী সুমন মিয়া। বুধবার মামলা নেয় পুলিশ। পরে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিচার বিশ্লেষণ করে পুলিশ ওই দুইজনকে অভিযান চালিয়ে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে তাদের দুইজনকে চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
