Logo
Logo
×

সারাদেশ

সন্তানের মুখে ভাতের অনুষ্ঠানে সাউন্ডবক্স ঠিক করতে গিয়ে প্রাণ গেল বাবার

Icon

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০৭ এএম

সন্তানের মুখে ভাতের অনুষ্ঠানে সাউন্ডবক্স ঠিক করতে গিয়ে প্রাণ গেল বাবার

শুক্রবার শিশু পুত্র রহমত উল্লার মুখে ভাত দেওয়ার অনুষ্ঠানের ব্যাপক আয়োজন বাবা লিটন। গ্রামের বাড়ি ভাঙ্গার মুচকুরনীতে পরিবার ও আত্মীয় স্বজনদের ব্যাপক আয়োজন করেছিল। বাড়িতে ধুমধামে সাউন্ড বক্স বাজাচ্ছিল।

দুপুর ২টার সময় হটাৎ বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে গান থেমে যায় বক্সের। তখন বাবা লিটন ঘরে গিয়ে বিদ্যুৎ সংযোগ ঠিক করতে গিয়ে অসাবধানতায় বিদ্যুৎস্পৃষ্টে জ্ঞান হারিয়ে ফেলেন। বাড়িতে প্রাথমিক চিকিৎসা পরে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থায় অবনতি হলে ফরিদপুর নেওয়ার পথে লিটন শেখ মারা যায়। মুহূর্তের মধ্যে আনন্দ উৎসব পণ্ড হয়ে বাড়িতে নেমে আসে শোকের ছায়া।

মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের বড় মুচকুরনী গ্রামে।

মৃতের বড় ভাই বাবুল মিয়া জানান, শুক্রবার ভালো দিন হওয়ায় লিটন পরিবার থেকে তার ছোট ছেলের মুখে ভাতের অনুষ্ঠানের আয়োজন করে। সকাল থেকে বাড়িতে আত্মীয় স্বজন আসতে থাকে। অনুষ্ঠান করতে গিয়ে আমি ভাই হারালাম। ছোট শিশু রহমতউল্লাহ তার বাবা হারালো, একথা বলেই তিনি কান্নায় ভেঙ্গে পড়েন।

ফরিদপুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম