শেখ হাসিনা যতদিন থাকবেন আমাদের পেছনে ফিরে তাকাতে হবে না
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আশরাফ আলী খান খসরু বলেছেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান তৃণমূল পর্যায়ের মানুষ যেন চিকিৎসাসেবা পায়। এ দেশের কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষ তার অধিকার যেন পায়। যার ফলে আজ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য নতুন নতুন ওয়ার্ড তৈরি করা হচ্ছে।
তিনি বলেন, শেখ হাসিনা যতদিন থাকবেন আমাদের পেছনে ফিরে তাকাতে হবে না। তার দক্ষ নেতৃত্বে আমরা সামনের দিকে এগিয়ে যাবো। তিনি আছেন বলেই আজ অনেক কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে।
তিনি বলেন, দেশ আজ নতুন যুগে প্রবেশ করছে এবং চিকিৎসা ক্ষেত্রে অনেক এগিয়ে যাচ্ছে। যার প্রমাণ দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০০৮ সালের নির্বাচনে তিনি বলেছেন দেশকে ডিজিটাল করা হবে। দেশ এখন ডিজিটাল হয়েছে, বর্তমানে যার ফল দেশবাসী ভোগ করছেন। প্রধানমন্ত্রীর স্বপ্ন এখন স্মার্ট বাংলাদেশ।
জনসাধারণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে জন্মগত বধিরতা দূরীকরণ কর্মসূচির অংশ হিসেবে রোববার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজে স্থাপিত ক্লিয়ার ইমপ্ল্যান্ট প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে কলেজ গ্যালারিতে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী।
আলোচনা সভায় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ গোলাম ফেরদৌস, উপ পরিচালক ডা. মোহাম্মদ জাকিউল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, জেলা যুবলীগের আহবায়ক অ্যাডভোকেট আজহারুল ইসলাম, ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মোহাম্মদ আব্দুল কাদের, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সভাপতি ডা. মতিউর রহমান ভূঁইয়া, স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক ডা. মির্জা নজরুল ইসলাম, বিভাগীয় সমাজসেবা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফাসহ চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
