অ্যাম্বুলেন্স চালকের অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ
মদন (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৩, ১১:০১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সচালক আবুল হোসাইন মো. শহিদুল ইসলামের (খোকন) বিরুদ্ধে দায়িত্ব অবহেলায় রোগীর মৃত্যুর লিখিত অভিযোগ পাওয়া গেছে। সোমবার বিকালে মৃতের ভাতিজা উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে এ অভিযোগ দেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মদন দক্ষিণপাড়া গ্রামের শান্তু মিয়া (৫০) সকাল সাড়ে ৮টার দিকে বুকে ব্যথা অনুভব করেন। পরে স্বজনরা তাকে মদন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক শান্তু মিয়াকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলেন। শান্তু মিয়ার ভাতিজা কায়েস মদন স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সচালক আবুল হোসাইন মো. শহিদুল ইসলাম (খোকন) মিয়ার সঙ্গে যোগযোগ করেন। এতে চালক খোকন অপরাগত প্রকাশ করায় সকাল ৯টার দিকে হাসপাতালেই তিনি মারা যান।
এ ব্যাপারে খোকন বলেন, ‘আমি কয়েক দিন ধরে খুবই অসুস্থ। ডেঙ্গু আছে কিনা এ বিষয়টিও আমি পরীক্ষা করেছি। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা স্যার বিষয়টি জানেন। তাদের বলেছি যেহেতু আমি অসুস্থ আপনারা অন্য গাড়ির ব্যবস্থা করেন। এখন শোনতেছি উনারা আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন। বিষয়টি খুবই দুঃখজনক।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নূরুল হুদা খান বলেন, চালকের অবহেলায় শান্তু মিয়া নামে এক রোগী মারা যাওয়ার একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
খোকন ছুটিতে আছেন কিনা এ ব্যাপারে জানতে চাইলে তিনি আরও বলেন, সে অফিস থেকে কোনো ছুটি নেয়নি। আমরা ডাক্তার- কেমন রোগীকে ছুটি দিতে হয় তা আমরা ভালোভাবেই জানি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আলম মিয়া বলেন, এ ব্যাপারে মৃতের স্বজন একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করার জন্য স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও মদন থানার ওসিকে দায়িত্ব দিয়েছি। প্রতিবেদন পেলে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে।
