দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, ইউপি চেয়ারম্যানসহ নিহত ২
সিলেটের গোয়াইনঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ দুজন নিহত হয়েছেন।
শনিবার রাত ১টার দিকে উপজেলার সালুটিকরের মিতৃমহল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ওবায়দুল্লাহ ইসহাক ও নগরীর দরগাহ মহল্লার ১০৮ পায়রার মৃত মামুনুর রশীদের ছেলে হাফিজুর রশিদ।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ১টার দিকে গোয়াইনঘাট উপজেলার সালুটিকরের মিতৃমহল এলাকায় একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে একটি মোটরসাইকেল সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী মারা যান।
আরও পড়ুন: রাস্তায় পড়ে থাকা অসুস্থ মামুনের চিকিৎসার দায়িত্ব নিলেন কাদের মির্জা
গোয়াইনঘাট থানার ওসি কেএম নজরুল ইসলাম বলেন, তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, ইউপি চেয়ারম্যানসহ নিহত ২
যুগান্তর প্রতিবেদন
১৭ সেপ্টেম্বর ২০২৩, ১০:১৪:১৮ | অনলাইন সংস্করণ
সিলেটের গোয়াইনঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ দুজন নিহত হয়েছেন।
শনিবার রাত ১টার দিকে উপজেলার সালুটিকরের মিতৃমহল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ওবায়দুল্লাহ ইসহাক ও নগরীর দরগাহ মহল্লার ১০৮ পায়রার মৃত মামুনুর রশীদের ছেলে হাফিজুর রশিদ।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ১টার দিকে গোয়াইনঘাট উপজেলার সালুটিকরের মিতৃমহল এলাকায় একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে একটি মোটরসাইকেল সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী মারা যান।
আরও পড়ুন:রাস্তায় পড়ে থাকা অসুস্থ মামুনের চিকিৎসার দায়িত্ব নিলেন কাদের মির্জা
গোয়াইনঘাট থানার ওসি কেএম নজরুল ইসলাম বলেন, তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023