Logo
Logo
×

সারাদেশ

গাছের সঙ্গে গরু বাঁধায় সংঘর্ষ, বৃদ্ধা নিহত

Icon

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩৪ এএম

গাছের সঙ্গে গরু বাঁধায় সংঘর্ষ, বৃদ্ধা নিহত

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বাড়ির জায়গা নিয়ে বিরোধের জেরে গাছের সঙ্গে গরু বাঁধায় প্রতিপক্ষের লোকজনের হামলায় সুফিয়া আক্তার (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। 

শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার নওপাড়া ইউনিয়নের পাঁচহার বড়বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুফিয়া পাঁচহার বড়বাড়ি গ্রামের নূর উদ্দিনের স্ত্রী। 

পুলিশ জানায়, বাড়ির জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশী আঙুর মিয়ার সঙ্গে সুফিয়া আক্তারের বিরোধ চলে আসছিল। এ ঘটনায় বছরখানেক আগে প্রতিপক্ষের লোকজন সুফিয়াকে একবার মারধরও করে। এদিকে শনিবার বিকালে বাড়ির আঙিনায় একটি গাছের সঙ্গে গরু বাঁধা কেন্দ্র করে দুপক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন হামলা করে সুফিয়া আক্তারকে মারাত্মক আহত করে। পরে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কেন্দুয়া থানার ওসি মো. আলী হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য লাশটি নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিহত বৃদ্ধা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম