পূবাইল থানা আ.লীগ সভাপতির বিরুদ্ধে ছেলের অভিযোগ
গাজীপুরের পূবাইল থানা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান শিরিষের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কার্যালয়, জেলা প্রশাসক ও গাজীপুর পুলিশ কমিশনার বরাবর লিখিত অভিযোগ করেছেন তার বড় ছেলে হাসানুর রহমান রাসেল।
একই সময় রাসেল তার দুই ভাই মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য রাজিবুল হাসান রাজিব ও হোসাইনুর রহমান রুবেলের বিরুদ্ধেও অভিযোগ করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, ক্ষমতার অপব্যবহার করে দীর্ঘদিন ধরে পূবাইল এলাকায় জমি দখলসহ নানা অপকর্ম করে আসছিলেন থানা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান শিরিষ ও তার দুই ছেলে। এসব বিষয় জানতে পেরে বড় ছেলে রাসেল তাদের বাধা দিলে তার ওপর শুরু হয় শারীরিক ও মানসিক নির্যাতন। বাবা শিরিষের নির্দেশে একাধিকবার জোরপূর্বক মাদকসেবী বানিয়ে তাকে রিহ্যাবে ভর্তি করেন রাজিব ও রুবেল। পরে বিভিন্ন ইনজেকশন দিয়ে তাকে হত্যাচেষ্টাও করা হয়। নানা অপবাদ দিয়ে সমাজে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা চলানো হচ্ছে। এছাড়াও স্ত্রী-সন্তান নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও অভিযোগ করেছেন।
হাসানুর রহমান রাসেল বলেন, আমার প্রথম স্ত্রী বাবার লালসার শিকার হয়ে সংসার ছেড়ে গেছে। এছাড়াও আমার দুই ভাই প্রতিনিয়ত তাকে মামলা মোকদ্দমার ভয় দেখিয়ে এলাকা ছেড়ে যাওয়ার ভয় দেখাচ্ছে৷ আমি একটি মাদ্রাসা চালাই। তারা আমাকে প্রতিনিয়ত মাদকসেবী প্রমাণ করতে চাচ্ছে। কয়েকবার রিহ্যাবেও দিয়েছে। অন্যায় এবং তাদের অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ করার ফলেই এমনটা করছে আমার সঙ্গে।
আজিজুর রহমান শিরিষ বলেন, এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমার বড় ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। সে কাউকে মানে না। আমরা তাকে তিনবার রিহ্যাব সেন্টারে পাঠিয়েছি। সেখান থেকে বের হয়ে সে আবার উলটা-পালটা শুরু করেছে। যেহেতু প্রধানমন্ত্রী কার্যালয়ে অভিযোগ দিয়েছে আমরাও চাই সুষ্ঠু তদন্ত হোক।
পূবাইল থানা আ.লীগ সভাপতির বিরুদ্ধে ছেলের অভিযোগ
যুগান্তর প্রতিবেদন, গাজীপুর
১৮ সেপ্টেম্বর ২০২৩, ২৩:০৭:৩৫ | অনলাইন সংস্করণ
গাজীপুরের পূবাইল থানা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান শিরিষের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কার্যালয়, জেলা প্রশাসক ও গাজীপুর পুলিশ কমিশনার বরাবর লিখিত অভিযোগ করেছেন তার বড় ছেলে হাসানুর রহমান রাসেল।
একই সময় রাসেল তার দুই ভাই মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য রাজিবুল হাসান রাজিব ও হোসাইনুর রহমান রুবেলের বিরুদ্ধেও অভিযোগ করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, ক্ষমতার অপব্যবহার করে দীর্ঘদিন ধরে পূবাইল এলাকায় জমি দখলসহ নানা অপকর্ম করে আসছিলেন থানা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান শিরিষ ও তার দুই ছেলে। এসব বিষয় জানতে পেরে বড় ছেলে রাসেল তাদের বাধা দিলে তার ওপর শুরু হয় শারীরিক ও মানসিক নির্যাতন। বাবা শিরিষের নির্দেশে একাধিকবার জোরপূর্বক মাদকসেবী বানিয়ে তাকে রিহ্যাবে ভর্তি করেন রাজিব ও রুবেল। পরে বিভিন্ন ইনজেকশন দিয়ে তাকে হত্যাচেষ্টাও করা হয়। নানা অপবাদ দিয়ে সমাজে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা চলানো হচ্ছে। এছাড়াও স্ত্রী-সন্তান নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও অভিযোগ করেছেন।
হাসানুর রহমান রাসেল বলেন, আমার প্রথম স্ত্রী বাবার লালসার শিকার হয়ে সংসার ছেড়ে গেছে। এছাড়াও আমার দুই ভাই প্রতিনিয়ত তাকে মামলা মোকদ্দমার ভয় দেখিয়ে এলাকা ছেড়ে যাওয়ার ভয় দেখাচ্ছে৷ আমি একটি মাদ্রাসা চালাই। তারা আমাকে প্রতিনিয়ত মাদকসেবী প্রমাণ করতে চাচ্ছে। কয়েকবার রিহ্যাবেও দিয়েছে। অন্যায় এবং তাদের অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ করার ফলেই এমনটা করছে আমার সঙ্গে।
আজিজুর রহমান শিরিষ বলেন, এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমার বড় ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। সে কাউকে মানে না। আমরা তাকে তিনবার রিহ্যাব সেন্টারে পাঠিয়েছি। সেখান থেকে বের হয়ে সে আবার উলটা-পালটা শুরু করেছে। যেহেতু প্রধানমন্ত্রী কার্যালয়ে অভিযোগ দিয়েছে আমরাও চাই সুষ্ঠু তদন্ত হোক।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023