Logo
Logo
×

সারাদেশ

দুই পুলিশকে কুপিয়ে হাতকড়াসহ পালাল আসামি

Icon

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৩ পিএম

দুই পুলিশকে কুপিয়ে হাতকড়াসহ পালাল আসামি

কালীগঞ্জে দুই পুলিশ সদস্যকে কুপিয়ে আমান আলী (৪০) নামে এক আসামি হাতকড়া নিয়ে পালিয়েছেন বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে পৌরসভার উত্তরগাঁও এলাকায় এ ঘটনা ঘটেছে। আহত দুই পুলিশ সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আমান আলী পৌরসভার ৭নং ওয়ার্ডের উত্তরগাঁও এলাকার মানিকের ছেলে। তিনি মাদক ব্যবসায়ী হিসেবে এলাকায় পরিচিত। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

আহত পুলিশ সদস্যরা হলেন- কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আলীম এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) শাখাওয়াত হোসেন।

ঘটনার সত্যতা স্বীকার করে আহত এএসআই শাখাওয়াত হোসেন বলেন, ঘটনার বিস্তারিত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

অপর আহত পুলিশ সদস্য এসআই আব্দুল আলীম বলেন, কালীগঞ্জ থানার একটি দস্যুতা মামলার দুই নম্বর আসামি আমান আলী। মঙ্গলবার তাকে গ্রেফতার করতে গেলে তিনি আমাদের ওপর দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে হাতকড়াসহ পালিয়ে গেছেন। ঘটনার পর আমরা হাসপাতালে চিকিৎসা নিয়েছি। আমান আলীকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) শহিদুল ইসলাম বলেন, দুপুর সাড়ে ১২টার সময় আহত অবস্থায় দুই পুলিশ সদস্য হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। পরে তাদের প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় তারা দুজন জানিয়েছেন- আসামি গ্রেফতার করতে যাওয়ার পর তাদের ওপর হামলা হয়েছে।

পুলিশ আসামি কালীগঞ্জ গাজীপুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম