Logo
Logo
×

সারাদেশ

কুমিল্লায় ধর্ষণের পর হত্যা: আসামির জামিন স্থগিত, আত্মসমর্পণের নির্দেশ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৩, ১০:২০ পিএম

কুমিল্লায় ধর্ষণের পর হত্যা: আসামির জামিন স্থগিত, আত্মসমর্পণের নির্দেশ

কুমিল্লার কৃষ্ণনগরে চার বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনার আসামি মেহেরাজ হোসেন তুষারকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত। একইসঙ্গে তাকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত। 

বুধবার হাইকোর্টের জামিনাদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন। একইসঙ্গে ছয় মাসের মধ্যে মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন।

২০১৮ সালের ১৭ ডিসেম্বর কুমিল্লার সদরের কৃষ্ণনগরে চার বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা করে একই গ্রামের মেহেরাজ হোসেন তুষার।

পরে ময়নাতদন্ত রিপোর্টে ধর্ষণের প্রমাণ না মিললেও ভিসেরা রিপোর্টে পাওয়া যায় শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। 

পরের বছর ৩১ জানুয়ারি গ্রেফতার করা হয় তুষারকে। এ মামলায় ২১ আগস্ট হাইকোর্ট থেকে জামিন পেয়ে কারামুক্ত হন। পরে রাষ্ট্রপক্ষ হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করে।

কুমিল্লা ধর্ষণ হত্যা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম