এখন মরা মানুষ ভোট দেয় জীবিতরা দিতে পারে না: গয়েশ্বর রায়
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আমরা লড়াই করছি যেন মানুষ নিজের ভোট নিজে দিতে পারে। দিনের ভোট দিনে দিতে পারে। এখন মরা মানুষ ভোট দেয় কিন্তু জীবিত মানুষ ভোট দিতে পারে না। পুলিশ মামলা দেয়। আসামি হয় মরা মানুষ। বিদেশে অবস্থান করা মানুষ। কারাগারে থাকা মানুষ। এখন দেখেন মরা মানুষও আন্দোলনে নামছে। তাহলে বুঝা যাচ্ছে মরা মানুষ, বিদেশে অবস্থান করা মানুষ সবাই আজ জনগণের ভোটের অধিকারের জন্য নেমেছে।
বিএনপির রোডমার্চে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ গোলচত্বরে বৃহস্পতিবার বিকালে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জনগণের ভোটের অধিকার আদায় করার জন্য আমরা রাস্তায় নেমেছি। আমরা ক্ষমতায় যাওয়ার জন্য নয়।
তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এখনো মুক্তি দেওয়া হয়নি। অথচ একই ধরনের মামলায় সবাই জামিন পায়। তাকে চিকিৎসা করতে দিচ্ছে না। কারণ তার চিকিৎসা বাংলাদেশে নেই। এখানে যা হচ্ছে তা শুধু পার্শ্বপ্রতিক্রিয়ার চিকিৎসা। তাকে বিদেশে চিকিৎসা করার সুযোগ দেওয়া হচ্ছে না। কারণ সরকারের উদ্দেশ্য হচ্ছে খালেদা জিয়াকে মেরে ফেলা।
পররাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, তিনি কয়েক দিন আগে বলেছেন- ভারতে গিয়ে বলে এসেছি আরেকবার আমাদের ক্ষমতায় রাখেন। তার মানে ক্ষমতায় রাখার মালিক ভারত। আমরা কেউ না।
তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্টকে শেখ হাসিনা তো মানুষই মনে করেন না। আর পররাষ্ট্রমন্ত্রী বললেন, আমি জো বাইডেন সাহেবের প্রেস সচিবকে অনুরোধ করেছি যে, আমাদের প্রধানমন্ত্রী আপনার প্রেসিডেন্টের সঙ্গে একটু সেলফি তুলতে চান। এ ছবি নিয়ে ওবায়দুল কাদেরের লাফালাফি। মানুষ কি রকম বেয়াক্কেল হলে এমনটি করে। এখন বুঝা যায় সেলফিনির্ভর হয়ে পড়েছেন তারা। ছবি দিয়ে শেখ হাসিনা বুঝাতে চান যে, তারা সব পরিষ্কার করে ফেলেছেন। হ্যাঁ, পরিষ্কার করেছেন। মানুষ মেরে পরিষ্কার করেছেন। ১৫ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছেন। মানুষ ভোট দিতে পারে না। সেটি পরিষ্কার করেছেন।
জেলা বিএনপির আহবায়ক আবুল হাসিমের সভাপতিত্বে ও সাবেক এমপি শাম্মি আক্তার শিপার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
উপস্থিত ছিলেন- চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান, ডা. এজেডএম জাহিদ হাসান, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। বক্তৃতা করেন যুবদল সভাপতি সুলতান সালাহ উদ্দিন টুকু প্রমুখ।
সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করে বলেন, কারাগারে বেগম খালেদা জিয়ার সঙ্গে এমন কিছু করা হয়েছে যার কারণে তিনি প্রতিনিয়ত মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। সরকার তাকে বিদেশে নিয়ে চিকিৎসার সুযোগ না দেওয়ায় এখন সেটি পরিষ্কার হয়ে আসছে। কারণ বিদেশে চিকিৎসা করালে বিষয়টি স্পষ্ট হয়ে যাবে।
