Logo
Logo
×

সারাদেশ

১৫তম বারের মতো শ্রেষ্ঠ ওসি মানিকগঞ্জ সদরের আ. রউফ

Icon

যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৫ পিএম

১৫তম বারের মতো শ্রেষ্ঠ ওসি মানিকগঞ্জ সদরের আ. রউফ

মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হলেন সদর থানার আব্দুর রউফ সরকার। এ নিয়ে তিনি টানা ১৫ বার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন।

নিয়মিত মামলা নিষ্পত্তি, গ্রেফতারি পরোয়ানা তামিল, অবৈধ মাদকদ্রব্য উদ্ধার, নিয়মিত মামলার আসামি গ্রেফতার ও জনবান্ধব পুলিশিংয়ে বিশেষ অবদান রাখায় আগস্ট মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে তার হাতে একটি পদক ও সম্মাননা স্মারক তুলে দেন মোহাম্মাদ গোলাম আজাদ খান। 
১৫ বারের মতো শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ায় সদর থানার অফিসার ইনচার্জ মো. আ. রউফ সরকার বলেন, মানিকগঞ্জে পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খানের নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ কামরুল হাসানের সার্বিক সহযোগিতায় তার এ অর্জন সম্ভব হয়েছে।

পুলিশ সুপারের সম্মেলন কক্ষে তার হাতে পদক তুলে দেওয়ার সময় পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খানসহ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) ইমতিয়াজ মাহবুব উপস্থিত ছিলেন।

মানিকগঞ্জ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম