দুর্ঘটনায় নিহত ১, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১০ কিমি এলাকাজুড়ে যানজট
যুগান্তর প্রতিবেদন, সোনারগাঁও (নারায়ণগঞ্জ)
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০১:১০ এএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার পিরোজপুর এলাকায় গতকাল শুক্রবার রাতে যাত্রীবাহী একটি বাসের উপর মালবাহী লরি উল্টে গিয়ে ঘটনাস্থলেই ১ জন যাত্রী নিহত ও ৮ জন আহত হয়েছে। নিহত ওই বাস যাত্রীর নাম-কান্তি রানী (৩০)। এ ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর এলাকা থেকে মহাসড়কের দুই প্রান্তে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ ও সোনারগাঁও থানা পুলিশের পৃথক দুটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে যানজট নিরসনের চেষ্টা চালায়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ভারি যানবাহন চলাচল করার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার পিরোজপুর এলাকায় মহাসড়কের মধ্যবর্তী স্থানে পাথর ও পিচ সরে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়। সড়কটি সংস্কার না করায় শুক্রবার রাত ৮টার দিকে তৃশা সার্ভিসের যাত্রীবাহী বাসের উপর মালবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে যায়। এ সময় বাসের চালক কৌশলে বাসটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করলেও ভেতরে থাকা যাত্রী কান্তি রানী ছিটকে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরও ৮ জন বাসযাত্রী।
মহাসড়কের মধ্যবর্তী স্থানে ট্রাক উল্টে পড়ে থাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর এলাকা থেকে দুই প্রান্তে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। যানজটে আটকে থাকা শতশত পরিবহন যাত্রী চরম দুর্ভোগের শিকার হন।
কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের এসআই শরীফুল ইসলাম জানান, মহাসড়কের যানজট নিয়ে নিরসনে কাজ করছে পুলিশ। মহাসড়কের উপর থেকে দুর্ঘটনায় পতিত হওয়া লরি সরিয়ে নিতে রেকার আনা হয়েছে। লরিটি সরিয়ে নিতে পারলেই দ্রুত যানজট নিরসন হবে বলে আমরা আশা করছি। নিহত কান্তি রানীর লাশ উদ্ধার করে কাঁচপুর হাইওয়ে থানায় পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
