কুকুরের আক্রমণ থেকে পালাতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০২:০১ এএম
|
ফলো করুন |
|
|---|---|
নেত্রকোনার দুর্গাপুরে কুকুরের আক্রমণ থেকে পালাতে গিয়ে দুর্ঘটনায় আব্দুর রাজ্জাক (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। শুক্রবার তাকে দাফন করা হয়েছে।
নিহত আব্দুর রাজ্জাক পৌরশহরের চকলেঙ্গুরা এলাকার রজব আলীর ছেলে। তিনি দুর্গাপুর বাজারের ফল ব্যবসায়ী ছিলেন।
নিহতের পরিবার জানায়, গত সোমবার সদর ইউনিয়নের কালিকাপুর সড়কে দুর্ঘটনায় আহত হয়েছিলেন আব্দুর রাজ্জাক। এর পর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তিনদিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার রাতে সেখানে তার মৃত্যু হয়।
এ ঘটনায় আহত মোটরসাইকেল চালক বাবুল মিয়া বলেন, মোটরসাইকেলে দুইজন বাড়ি ফিরছিলাম। পথে কালিকাপুর সড়কে হঠাৎ একটি কুকুর মোটরসাইকেলের পিছনে তাড়া শুরু করলে পালাতে গিয়েই এই দুর্ঘটনা ঘটে। এই পাগল কুকুরের কারণে এর আগেও বহু মানুষ দুর্ঘটনার স্বীকার হয়েছেন।
নিহতের ছোট ভাই রমজান মিয়া বলেন, হাসপাতাল থেকে মরদেহ বাড়ি আনা হলে শুক্রবার বাদ জুমা জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়েছে। তিনি দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
