Logo
Logo
×

সারাদেশ

গুলি করে প্রবাসীর গেট ভাঙার অভিযোগ, পুলিশ মোতায়েন

Icon

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৫:২৪ এএম

গুলি করে প্রবাসীর গেট ভাঙার অভিযোগ, পুলিশ মোতায়েন

সিলেটের বিশ্বনাথে দিন দুপুরে গুলি করে আতংক ছড়িয়ে ও প্রবাসীর কেয়ার টেকার পরিবারকে জিম্মি করে গেট ভাঙচুর করেছে মুখোশধারীরা। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে উপজেলার মৌলভীগাঁও গ্রামের মৃত মফিজ আলীর ছেলে লন্ডন প্রবাসী মবুর আলী (৫২) এর বাড়ির গেটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এনিয়ে দিনভর উত্তেজনার পাশাপাশি গ্রামের লোকজনের মধ্যে চরম আতংক বিরাজ করছে।

প্রবাসী মবুর মিয়ার বাড়ির কেয়ারটেকার সাইস্তা মিয়া (৬০) অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে বাড়ির রাস্তা নিয়ে পাশের বাড়ির নুরুল হকের ছেলে সাইকুল ইসলাম গংদের মধ্যে বিরোধ চলে আসছে। গত বছর প্রবাসী মবুর মিয়া তার বাড়ির বিরোধকৃত রাস্তার প্রবেশ মুখে একটি গেট নির্মাণ করেন। এ নিয়ে আদালতে মামলা মোকদ্দমাও চলছে। কিন্তু মবুর মিয়ার প্রতিপক্ষ সাইকুল ইসলাম (৪২) গংরা এই গেট নির্মাণের পর থেকে ভাঙার জন্য নানা পায়তারা করে আসছে। অবশেষে শুক্রবার জুম্মার নামাজ শেষে ২ থেকে আড়াই’শ জন ভাড়াটি মুখোশধারীরা সন্ত্রাসী এনে তার বাড়ির পুকুর পাড়ে গিয়ে কয়েক রাউন্ড গুলি করে আতংক ছড়িয়ে বাড়ির সবাইকে জিম্মি করে দেয়। একইভাবে রাস্তার প্রবেশ পথ বন্ধ করে ও সিসি ক্যামেরা ভাঙচুরের মাধ্যমে গেট ভাঙা শুরু করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে প্রবাসীদের সঙ্গে পরামর্শ করে আইনি সহায়তা চাইবেন বলে জানান সাইস্তা মিয়া।

জানতে চাইলে অভিযুক্ত সাইকুল ইসলাম তার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা দাবি করে বলেন, সাইস্তা মিয়া নিজে গেট ভেঙে আমাদের কথা বলছেন।

এ বিষয়ে থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, গুলি করার কোনো আলামত পাইনি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন ও পরিস্থিতি শান্ত রয়েছে। তবে উভয়পক্ষকে থানায় অভিযোগ দেওয়ার কথা বলেছেন। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিলেট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম