Logo
Logo
×

সারাদেশ

নেত্রকোনায় ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

Icon

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৫:১৬ পিএম

নেত্রকোনায় ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় জালশুকা রেলক্রসিং এলাকায় ময়মনসিংহ থেকে জাারিয়াগামী লোকাল ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। রোববার সকাল পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর ময়মনসিংহ থেকে জারিয়া রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

নেত্রকোনার শ্যামগঞ্জ রেলওয়ের স্টেশনমাস্টার জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, জেলার পূর্বধলা উপজেলায় ময়মনসিংহ থেকে জারিয়াগামী লোকাল ট্রেনের ইঞ্জিনের চারটি চাকা লাইনচ্যুত হয়। এ ঘটনার পর ময়মনসিংহ থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত জারিয়া রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

তিনি আরও বলেন, সকালে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা জারিয়াগামী জারিয়া লোকাল ট্রেনটি পূর্বধলা উপজেলার জালশুকা রেলক্রসিং এলাকায় যেতেই ইঞ্জিন লাইনচ্যুত হয়। এতে ময়মনসিংহ-জারিয়া রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ইঞ্জিন উদ্ধার করার জন্য রিলিফ ট্রেন ডাকা হয়েছে। রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে দুপুর ১টা থেকে উদ্ধার অভিযান শুরু করেছে। আশা করা যাচ্ছে রাত ৮টা নাগাদ উদ্ধার কাজ শেষ হতে পারে। এরপর দ্রুত সময়ের মধ্যেই রেলপথ সচল হবে।

নেত্রকোনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম