চট্টগ্রামে ২০ টন সরকারি গম আত্মসাতের সময় ট্রাকসহ আটক
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:১৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামে ২০ টন সরকারি গমবোঝাই একটি ট্রাক আটক করেছে বাকলিয়া থানা পুলিশ। রোববার দুপুরে চাক্তাই এলাকার একটি ফ্লাওয়ার মিলে সরকারি গম আনলোড করার সময় ট্রাকটি আটক করা হয়।
ট্রাকটি খাগড়াছড়ি জেলার তবলছড়ি খাদ্যগুদাম থেকে বের হয়েছিল। এটি তবলছড়ির বিভিন্ন গুচ্ছগ্রামে যাওয়ার কথা ছিল বলে জানা গেছে।
পুলিশ জানায়, রোববার দুপুরে বাকলিয়া থানা পুলিশ জানতে পারে চাক্তাইয়ের একটি ফ্লাওয়ার মিলে সরকারি গম খালাস করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে বাকলিয়া থানার এসআই জহিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে গমবোঝাই ট্রাকটি আটক করে বাকলিয়া থানায় নিয়ে আসে।
সংশ্লিষ্টরা জানান, শনিবার সন্ধ্যায় তবলছড়ি এলএসডি (লোকাল স্টোরেজ ডিপো) গুচ্ছগ্রামের বরাদ্দকৃত গমবোঝাই করে চারটি ট্রাক বের হয়। দুইটি ট্রাক গন্তব্যে গেলেও অপর দুইটি ট্রাক গম নিয়ে চট্টগ্রামের চাক্তাই এলাকার একটি ফ্লাওয়ার মিলে চলে যায়। এর মধ্যে একটি ট্রাক আটক করা হয়।
বাকলিয়া থানার এসআই জহিরুল ইসলাম যুগান্তরকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সরকারি গমবোঝাই একটি ট্রাক আটক করা হয়েছে। সংশ্লিষ্টদের কাগজপত্র নিয়ে থানা আসতে বলা হয়েছে। যাচাই-বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
