Logo
Logo
×

সারাদেশ

মিঠাপুকুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু, ১০ গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন

Icon

রংপুর ব্যুরো

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১১:১১ পিএম

মিঠাপুকুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু, ১০ গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন

রংপুরের মিঠাপুকুরে বৃষ্টির পানির চাপে রাস্তা ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। এতে দুই ইউনিয়নের প্রায় ১০ গ্রামের মানুষের চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। এছাড়াও বজ্রপাতে মৃত্যু হয়েছে এক কৃষকের।

জানা গেছে, উপজেলার বালুয়া মাসিমপুর স্কুলের সামনে বড়বালাগামী পাকা রাস্তা অতিবর্ষণের তোড়ে ভেঙে গেছে। রাস্তাটি ভেঙে যাওয়ার কারণে আশপাশের ১০টি গ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান ও উপজেলা প্রকৌশলী আখতারুজ্জামান ভেঙে যাওয়া রাস্তা পরিদর্শন করেছেন।

বজ্রপাতে দুখু মাহাতো (৫৫) নামে এক কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে। তার বাড়ি উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের লোহনী গ্রামে।

মিঠাপুকুরে উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান বলেন, মানুষ যেন কষ্ট না পায় এজন্য খুব দ্রুত সময়ের মধ্যে ভেঙে যাওয়া রাস্তা মেরামতের ব্যবস্থা করা হচ্ছে। বজ্রপাতে নিহত দুখু মাহাতোর বাড়িতে গিয়ে শোকার্ত পরিবারের খোঁজখবর নেওয়া হয়েছে।

রংপুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম