একজন মাছ রক্ষা করতে অন্যজন ধরতে গিয়ে মারা গেলেন
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১১:১২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
দিনাজপুরে প্রবল বৃষ্টির সময় পুকুরে গিয়ে বজ্রপাতে প্রাণ গেছে দুজনের। এদের মধ্যে নবাবগঞ্জে পুকুরের মাছ রক্ষা করতে গিয়ে বজ্রপাতে মারা গেছেন বেলাল হোসেন (১৮) নামে এক তরুণ এবং চিরিরবন্দরে পুকুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা গেছেন রশিদুল ইসলাম বাবু (৩১) নামে এক ব্যক্তি।
নবাবগঞ্জে নিহত বেলাল হোসেন উপজেলার কুশদহ ইউনিয়নের খালিপপুর হাড়িয়াদহ গ্রামের আয়নাল হকের ছেলে।
রোববার বেলা সাড়ে ৩টার সময় নিহতের বাড়িসংলগ্ন পুকুরপাড়ে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য আ. হান্নান বলেন, টানা ৩ দিনের বৃষ্টিপাতে বেলাল হোসেনের বাড়িসংলগ্ন তার মামা সোহরাব হোসেনের পুকুরের পানি বৃদ্ধি পেয়ে পুকুরের মাছ বের হয়ে যাচ্ছিল। ফলে পুকুরের মাছ রক্ষায় মামা সোহরাব ও ভাগ্নে বেলাল হোসেন পুকুরপাড়ে বেড়া দিচ্ছিলেন। এমন সময় বজ্রপাতে বেলাল হোসেন ঘটনাস্থলেই মারা যান। এ সময় মামা সোহরাব গুরুতর আহত হন। তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
নবাবগঞ্জ থানার ওসি তাওহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার পল্লীতে পুকুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত হয়েছে রশিদুল ইসলাম বাবু (৩১) নামে এক ব্যক্তি। নিহত বাবু চিরিরবন্দর উপজেলার ১০নং পুনট্টি ইউনিয়নের আমতলী সাহাপুর ঝাড়পুকুর গ্রামের মোকলেছুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার সকাল ৯টায় বৃষ্টিপাতের সময় পুকুরে মাছ ধরতে যান রশিদুল ইসলাম বাবু। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই প্রাণ হারান বাবু।
চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ বজ্রপাতে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার একেএম শরীফুল হক জানান, বজ্রপাতে নিহত ব্যক্তির সৎকার বাবদ তার পরিবারকে ১০ হাজার টাকা দেওয়া হয়েছে।
