আন্তঃনগর ব্রহ্মপুত্র ট্রেনে যুক্ত হলো লাগেজ ভ্যান
দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
প্রান্তিক জনগোষ্ঠীর উৎপাদিত কৃষিপণ্য ও অন্যান্য মালামাল পরিবহণের সুবিধার্থে ঢাকা-দেওয়ানগঞ্জ রেলপথে চলাচলকারী আন্তঃনগর ব্রহ্মপুত্র ট্রেনে প্রায় ৪০ বছর পর যুক্ত করা হয়েছে প্রথমবারের মতো লাগেজ ভ্যান। ১৯৮৫ সালে এ পথে আন্তঃনগর ট্রেন চালু হয়।
সোমবার দেওয়ানগঞ্জ রেলস্টেশন থেকে ব্রহ্মপুত্র ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। ঢাকা থেকে দেওয়ানগঞ্জ লাগেজ প্রতি কেজি ১ টাকা ৮৮ পয়সা নির্ধারণ করা হয়েছে।
দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশনমাস্টার আব্দুল বাতেন যুগান্তরকে জানান, রেলের আয় বাড়ানোর উদ্যোগ নিয়ে নন-রেফ্রিজারেটর লাগেজ ভ্যান ব্রহ্মপুত্র ট্রেনে সংযুক্ত করা হয়েছে। ট্রেনটি প্রথম দিন সোমবার সকালে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। তবে কোনো মালামাল বুকিং হয়নি এবং ঢাকা থেকেও কোনো মাল বুকিং হয়ে আসেনি। সাধারণ যাত্রীদের জানানোর জন্য হ্যান্ডনোট বিতরণের ব্যবস্থা নেওয়া হয়েছে।
