সোনাগাজী উপজেলা ও পৌর জাতীয় যুব সংহতির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সোনাগাজী ও সোনাগাজী দক্ষিণ (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সোনাগাজীতে জাতীয় যুব সংহতি কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৪টায় সোনাগাজী উপজেলা মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা জাতীয় যুব-সংহতির আহবায়ক আতিকুর রহমান সুমনের সভাপতিত্বে সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় যুব সংহতির আহবায়ক মো. জহিরুল ইসলাম রায়হান।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ফেনী জেলা জাতীয় পার্টির সভাপতি মোতাহের হোসেন চৌধুরী রাশেদ।
বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জহির উদ্দিন মজুমদার (ভিপি জহির)। ফেনী জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ও সোনাগাজী উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু সুফিয়ান, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মৃধা, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক নুর আলম (আলম বাসী), জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মো. জাহিদুল হক জাহিদ।
জেলা জাতীয় যুব-সংহতি সদস্য সচিব মিনহাজ মোরশেদ পাটোয়ারী, সোনাগাজী উপজেলা জাতীয় যুব সংহতির সদস্য সচিব মোহাম্মদ সেলিম, পৌর জাতীয় যুব সংহতির সদস্য সচিব মো সাইফুল ইসলামসহ অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
