ধামরাইয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ তরুণীর মৃত্যু
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১০:১৭ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ধামরাইয়ে রান্না করতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ দগ্ধ তরণী চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যুবরণ করেছে।
রোববার বিকালে গ্যাস সিলিন্ডার বিস্তরণের ঘটনাটি ঘটেছে উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের জালসা গ্রাম।
বিস্ফোরণের পর স্থানীয়রা ওই তরুণীকে মুমূষু অবস্থায় উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা বার্ন হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থা রোববার রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।
জানা গেছে, উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের জালসা গ্রামের আব্দুল গনির মেয়ে আলে আক্তার পরিবারের জন্য রোববার বিকাল ৪টার দিকে পরিবারের সদস্যদের জন্য রান্না করতে গ্যাসের চুলা জ্বালায়।
এ সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে অগ্নিকাণ্ড সংগঠিত হয়। এতে মারাত্মকভাবে দগ্ধ হন ওই তরুণী।
