গৃহবধূকে ধর্ষণ, এইচএসসি পরীক্ষা শেষে পরীক্ষার্থী গ্রেফতার
দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
দেওয়ানগঞ্জে গৃহবধূ ধর্ষণ মামলায় ধর্ষককে গ্রেফতার করেছে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ। সোমবার এইচএসসি পরীক্ষা শেষে ধর্ষক ওই পরীক্ষার্থীকে গ্রেফতার করা হয়।
জানা যায়, ২৫ ফেব্রুয়ারি দেওয়ানগঞ্জ উপজেলার দক্ষিণ ভাতখাওয়া গ্রামের এক গৃহবধূকে (২০) ধর্ষণ করেন মণ্ডলপাড়া গ্রামের ভুট্টুর ছেলে এইচএসসি পরীক্ষার্থী খোকন মিয়া। এ ব্যাপারে গৃহবধূর স্বামী দেওয়ানগঞ্জ মডেল থানায় ৮ মার্চ মামলা করেন। ঘটনার পর থেকেই ধর্ষক পলাতক ছিলেন।
খোকন মিয়া কাঠারবিল পরীক্ষা কেন্দ্রে এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন। সোমবার পরীক্ষা শেষে হল থেকে বের হয়ে বাজারে গেলে গোপন সংবাদ পেয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহীনুর রহমান তাকে গ্রেফতার করেন।
দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
