Logo
Logo
×

সারাদেশ

স্বামী বিদেশে, বাবার বাড়িতে গিয়ে স্ত্রীর কাণ্ড

Icon

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১০:২৩ পিএম

স্বামী বিদেশে, বাবার বাড়িতে গিয়ে স্ত্রীর কাণ্ড

গাজীপুরের কাপাসিয়ার টোক ইউনিয়নের ঘোষেরকান্দি গ্রামে মঙ্গলবার সকালে রোকসানা আক্তার (১৯) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। স্বামী বিদেশে থাকায় ৪ দিন আগে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে যান তিনি।

দীর্ঘদিন প্রেমের পর প্রায় এক বছর আগে একই গ্রামের আব্দুর রহিমের ছেলে সুমন মিয়ার (২৫) সঙ্গে রোকসানার বিয়ে হয়েছিল।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় সাত মাস আগে রোকসানার স্বামী সুমন মিয়া শ্রমিক ভিসায় সৌদি আরবে চলে যান। তারপর থেকে তিনি স্বামীর বাড়িতেই থাকতেন। গত চার দিন আগে তিনি পিতার বাড়ি আসেন। তখন থেকে তাকে মাঝে মধ্যেই খুব বিষন্ন মনে হতো। তবে বাড়ির লোকজনের সঙ্গে মঙ্গলবার সকালেও তিনি স্বাভাবিক কথা বলেছেন এবং ফোনেও বিভিন্ন লোকজনের সঙ্গে কথা বলেছেন। এরপর তার ঘরের দরজা বন্ধ দেখে পরিবারের লোকজন ভেতরে ঢুকে ঝুলন্ত লাশ দেখতে পান। পরে পুলিশে খবর দিলে তারা লাশ উদ্ধার করে।

কাপাসিয়া থানার ওসি এএইচএম লুৎফুল কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের লোকজনের অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ দাফন করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

গাজীপুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম