ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরীর গর্ভপাত, থানায় অভিযোগ
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১০:১৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকার ধামরাইয়ের ভারারিয়া ইউনিয়নের তেতুলিয়া গ্রামে ধর্ষণে অন্তঃসত্ত্বা ১৩ বছরের কিশোরীর গর্ভপাতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মঙ্গলবার রাতে থানায় অভিযোগ করেছে ওই কিশোরীর পরিবার।
এদিকে ধর্ষক ও তার সহযোগীদের চাপ সইতে না পেরে মঙ্গলবার রাতে এ বিষয়ে সালিশে বসতে বাধ্য হয় ধর্ষিতার পরিবার। এ ঘটনায় ধর্ষকের মাত্র ১ লাখ টাকা জরিমানার সিদ্ধান্ত গ্রহণ করা হয় ওই গ্রাম্য সালিশে।
পরে কৌশলে ওই সালিশি বৈঠক থেকে ধর্ষিতার পরিবার নিজ বাড়িতে চলে আসে। এরপর ভিকটিমের পিতা বুধবার সকালে ধামরাই থানার ওসি মোহাম্মদ হারুন অর রশিদের কাছে এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
ধর্ষিতার পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঢাকা জেলার ধামরাই উপজেলাধীন ভারারিয়া ইউনিয়নের অন্তর্গত তেতুলিয়া গ্রামের আব্দুস সামাদ মিয়ার বখাটে ছেলে উসমান আলী নানা প্রলোভনের প্রলুব্ধ করে বছরখানেক ধরে প্রতিবেশী ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণ করে আসছে। কিশোরী চার মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে পরিবারের সদস্যদের ভয়ে আত্মহত্যা করতে যায়।
পরে ধর্ষক বুধবার ভোর ৫টার দিকে স্থানীয় এক কবিরাজের কাছে নিয়ে যায়। ওই কিশোরীর গর্ভপাত করানোর জন্য কবিরাজ ওষুধ সেবন করান। এতে তার গর্ভপাত হলেও সে অত্যন্ত দুর্বল হয়ে পড়ে। তাকে দ্রুত একটি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। তার অবস্থা খুবই গুরুতর বলে জানা গেছে।
ভিকটিমের পিতা বলেন, ফুঁসলিয়ে ও প্রলোভন দেখে আমার শিশু মেয়ের সর্বনাশ করেছে। তার জীবনের অনেক বড় ক্ষতি হয়ে গেছে। আমি ওই ধর্ষকের কঠোর শাস্তি দাবি করছি।
এ ব্যাপারে ধামরাই থানার ওসি মো. হারুন অর রশিদ বলেন, এ ব্যাপারে ভিকটিমের বাবার কাছ থেকে লিখিত একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি মামলা দায়েরের প্রক্রিয়াধীন রয়েছে।
