Logo
Logo
×

সারাদেশ

ধামরাই প্রেস ক্লাবের নির্বাচন স্থগিত চেয়ে শামীম খানের রিট

Icon

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩৮ পিএম

ধামরাই প্রেস ক্লাবের নির্বাচন স্থগিত চেয়ে শামীম খানের রিট

ঢাকার ধামরাই প্রেস ক্লাবের নির্বাচন স্থগিত চেয়ে রিট করেছেন সাবেক সভাপতি দৈনিক যুগান্তর পত্রিকার সাংবাদিক শামীম খানসহ ৩ সাংবাদিক। ঢাকাস্থ ধামরাই সহকারী ১০ম জজ আদালতে এ রিট পিটিশন করা হয়।

বুধবার ওই প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু হাসান, প্রধান নির্বচন কমিশনার মো. খলিলুর রহমান মুখর, সহযোগী নির্বাচন কমিশনার মো. মিজানুর রহমান মিজান ও মো. মাহমুদ ইকবালসহ ৪ জনের বিরুদ্ধে বৈধতা চ্যালেঞ্জ করে এ রিট পিটিশন দায়ের করা হয়। আদালত ওই চারজনকে কারণ দর্শানোর আদেশ দিয়েছেন।

রিট পিটিশনের বিবরণের জানা যায়, গঠনতন্ত্রের নিয়মনীতির তোয়াক্কা না করে সম্পূর্ণ ও অগঠনতান্ত্রিক উপায়ে বিনা অপরাধে এককভাবে ধামরাই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক সভাপতি শামীম খানকে সদস্য পদ থেকে বহিষ্কার করেন সাবেক সভাপতি মো. আবু হাসান।

গঠনতন্ত্র অনুযায়ী, কোনো সদস্যকে বহিষ্কার করতে হলে তার সাধারণ সভায় সংখ্যা গরিষ্ঠতার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। এছাড়া বহিষ্কারের আগে কারণ দর্শানোর নোটিস প্রদান করতে হয় ওই সদস্যকে। এ ক্ষেত্রে এর কোনো কিছুই মানা হয়নি।

প্রতিহিংসা বশত সাবেক সভাপতি হাসান একক ক্ষমতা বলে শামীম খানকে বহিষ্কার করেন। এ বহিষ্কারের কোনো চিঠিও দেয়া হয়নি ভুক্তভোগীকে।

এছাড়া মো. শাহিন আলম ও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী রাজেনুর রহমান রাজিবকেও প্রেসক্লাব থেকে বহিষ্কার করা হয়। একইসঙ্গে আনোয়ার হোসেন, মোহাম্মদ আলাউদ্দিন ও মোহাম্মদ আইয়ুব খান অভিকে প্রেসক্লাবের সদস্য পথ থেকে বহিষ্কার করা হয়।

২০২৩ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে তাদেরকে অন্তর্ভুক্ত না করে নতুন ভোটার তালিকা প্রণয়ন করে নির্বাচনি তফসিল ঘোষণা করা হয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে এবং নির্বাচন স্থগিত চেয়ে শামীম খান ঢাকাস্থ ধামরাই আদালতে এ রিট পিটিশন করেন।

বাদীপক্ষে আইনজীবীরা হলেন- অ্যাডভোকেট মোহাম্মদ মেহেদী হাসান বাদল, অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নান খান। তারা বলেন, আমাদের মক্কেলের প্রতি সম্পূর্ণ অগঠনতান্ত্রিক উপায়ে এবং প্রতিহিংসা বশত একটি স্বার্থপর পার্থ করার জন্য সাবেক সভাপতি আবু হাসান এককভাবে সদস্য পদ বাতিল করে অন্যায় করেছেন। অতএব আমরা আশাবাদী আদালতে আমরা ন্যায় বিচার পাবো ইনশাল্লাহ।

আদালতের নেজরত খানার নোটিশ জারিকারক মো. শফিউদ্দিন বলেন, বিবাদীদের কাছে শোকজের নোটিশ জারি করা হয়েছে।

ঢাকা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম