Logo
Logo
×

সারাদেশ

প্রবাসী স্বামীর সঙ্গে মোবাইলে কথা কাটাকাটি, লাশ উদ্ধার

Icon

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪৯ পিএম

প্রবাসী স্বামীর সঙ্গে মোবাইলে কথা কাটাকাটি, লাশ উদ্ধার

গাজীপুর কাপাসিয়ায় প্রবাসী স্বামীর সঙ্গে মোবাইলে কথা কাটাকাটির একপর্যায়ে আইরীন আক্তার মুক্তা (২৩) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। 

বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার তরগাঁও ইউনিয়নের তরগাঁও বেপারিপাড়া ফাহাদ বেপারির বাড়িতে এ ঘটনা ঘটেছে। 

পরিবার ও থানাসূত্রে জানা যায়, আইরীন আক্তার মুক্তা বৃহস্পতিবার রাতে সৌদি প্রবাসী স্বামী ফাহাদ বেপারির সঙ্গে মোবাইল ফোনে কথোপকথন হয়। কোনো এক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মাঝে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রাত দেড়টা থেকে ২টার মধ্যে স্বামীর বাড়িতে নিজ কক্ষে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করেন তিনি। 

নিহতের ছোট দেবর রিফাত বেপারি ঘটনাটি জানালা দিয়ে দেখতে পেয়ে পরিবারের অন্যান্য লোকজনের সহায়তায় পাশের ঘরের দরজা দিয়ে ঘরে প্রবেশ করে লাশ নিচে নামায়। পরে বিষয়টি থানা পুলিশকে অবহিত করে তারা।

আরও পড়ুন: ইউএনওর স্ত্রীর মর্যাদা পেতে সন্তানকে নিয়ে রাস্তায় শিক্ষিকা, অতঃপর...

এ বিষয়ে কাপাসিয়া থানার ওসি এএইচএম লুতফুল কবীর জানান, উল্লিখিত বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

মোবাইল বিয়ে প্রবাসী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম