Logo
Logo
×

সারাদেশ

বরিশালে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৩৯

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৩, ০৫:১৮ পিএম

বরিশালে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৩৯

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হলো। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৩৯ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর বরিশালের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, মৃত আবিদ (১৬) বরগুনা জেলার সদর উপজেলার বাসিন্দা, মারুফা (৩৫) পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার বাসিন্দা ও আলেয়া বেগম (৬৭) বরিশাল বিমানবন্দর এলাকার বাসিন্দা। তারা ৩ জনই বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, জানুয়ারি থেকে এখন পর্যন্ত বরিশালের বিভিন্ন সরকারি হাসপাতালে ২৪ হাজার ৮২১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২৩ হাজার ৫৯০ জন। বিভাগে এখন পর্যন্ত ১০৫ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশালের দুই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ৭৫ জন, ভোলা সদর হাসপাতালে ৮ জন, বরগুনা সদর হাসপাতালে ৫ জন, পিরোজপুর সদর হাসপাতালে ১০ জন ও পটুয়াখালীর ২ হাসপাতালে ৬ জন ও ঝালকাঠি হাসপাতালে ১ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশালে সর্বোচ্চ ১১৯, পটুয়াখালীতে ৬৭ জন, পিরোজপুরে ৭৫ জন, ভোলায় ৩৬ জন, বরগুনায় ৩০ জন ও ঝালকাঠিতে ১৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। রোববার সকাল পর্যন্ত ৬ জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ১ হাজার ১১২ ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন।

ডেঙ্গু বরিশাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম