|
ফলো করুন |
|
|---|---|
রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে ‘ফরমায়েশি’ রায়ের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে নগরীর বাটারমোড়ে জেলা বিএনপি এবং অঙ্গ-সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শালের সভাপতিত্বে এবং সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকারের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত খালেক, রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা, যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা এবং সদস্য সচিব মামুন অর রশিদ।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।
গত ২৪ সেপ্টেম্বর রাজশাহী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ একটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক এবং কর্মচারী নিয়োগে ১৪ লাখ ৫২ হাজার টাকা নেওয়ার অপরাধে আবু সাঈদ চাঁদকে তিন বছর সশ্রম কারাদণ্ড দেন।
