জাতীয় পার্টিকে সুসংগঠিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান এমপি ফখরুলের
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৩, ১১:০৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব প্রেসিডিয়াম সদস্য এমপি ফখরুল ইমাম সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।
সোমবার জেলা পরিষদ অডিটরিয়ামে ঈশ্বরগঞ্জ উপজেলা যুবসংহতির সভাপতি এসএম সারুয়ার্দী সুজনের সভাপতিত্বে জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এইচএম সারোয়ারের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
ফখরুল ইমাম বলেন, আগামী দ্বাদশ নির্বাচনে জাতীয় পার্টির সব নেতাকর্মী জনগণের পাশে থেকে দলকে সুসংগঠিত করতে হবে।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মুক্তাগাছার সাবেক এমপি সালাহ উদ্দিন আহম্মেদ মুক্তি, ময়মনসিংহ জেলা যুব সংহতির আহ্বায়ক ওয়াহিদুজ্জামান আরজু, জাতীয় যুবসংহতির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব শরিফ উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি প্রিন্স দুলাল, উপজেলা জাতীয় পার্টির কার্যকরী সভাপতি নূরুল ইসলাম খান সুরুজ, সাধারণ সম্পাদক আব্দুল হাদী, সহসভাপতি রাজিবপুর ইউপির চেয়ারম্যান আব্দুল আলী ফকির, উচাখিলা ইউপির চেয়ারম্যান আনোয়ারুল হাসান খান সেলিম, মাইজবাগ ইউপির চেয়ারম্যান সাইদুল ইসলাম বাবুল, সাবেক ইউপি চেয়ারম্যান আ. মোতালেব ভুইঁয়া, সাবেক ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন।
বক্তব্য রাখেন- উপজেলা জাতীয় পার্টির আইনবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন আশিক, তরুণ পার্টির সভাপতি তানভীর হোসাইন খান রাজিব, পৌর জাতীয় যুব সংহতির আহ্বায়ক আনোয়ার হোসেন শামীম প্রমুখ।
