সুইচ টিপতেই বিকট শব্দে বিস্ফোরণ, মারা গেলেন ওয়ার্কশপ মিস্ত্রি
ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৩, ১০:৩৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ ওয়ার্কশপ মিস্ত্রি সুমন মারা গেছেন। মঙ্গলবার দুপুরে শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শুক্রবার ওয়ার্কশপে ঢুকে সুইচ টিপতেই বিকট শব্দে বিস্ফোরণ হয়।
নিহত সুমন ফতুল্লার পাগলা পপুলার হাসপাতাল ভবনের চতুর্থ তলার ভাড়াটিয়া।
ফতুল্লা মডেল থানার ওসি নুরে আজম জানান, শুক্রবার রাতে সুমন তার তালতলা এলাকায় অবস্থিত ওয়ার্কশপের শাটার খুলে বৈদ্যুতিক বাতি জালানোর জন্য সুইচ টিপতেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। ধারণা করা হচ্ছে ওয়ার্কশপের ভিতরে গ্যাস লাইন লিকেজ হয়ে গ্যাস জমে ছিল। সেই গ্যাস বিস্ফোরণ হয়ে সুমন (২৮) মারাত্মক দগ্ধ হন। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত চলছে।
