বিয়ের আশ্বাসে স্কুলছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেফতার
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৩, ০৮:০০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
পিরোজপুরে মঠবাড়িয়ায় বিয়ের আশ্বাসে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার রাতে অভিযুক্ত যুবক সজল মিয়াকে গ্রেফতার করে পুলিশ।
মঙ্গলবার বিকালে ওই ছাত্রীর মা বাদী হয়ে মো. সজল (২০) নামে এক যুবকের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ২ জনকে আসামি করে মঠবাড়িয়া থানায় এ মামলাটি দায়ের করেন।
মো. সজল উপজেলা উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের পশুরিয়া গ্রামের মৃত সাগর হোসেনের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ে ওই কিশোরীর আসা-যাবার সুবাদে কৌশলে তার মোবাইল নম্বর সংগ্রহ করে সজল। এরপর বিভিন্ন সময় ফোনালাপ ও পথে-ঘাটে উত্ত্যক্ত এবং প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল সজল। এক সময় উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত রোববার রাত ১১টার দিকে ঘুরতে যাওয়ার কথা বলে ডেকে নিয়ে দুই বন্ধুর সহযোগিতায় বিয়ের আশ্বাস দিয়ে ওই কিশোরীকে বাড়িতে নিয়ে ধর্ষণ করে সজল। সকালে তাকে তাড়িয়ে দিলে বাড়িতে গিয়ে কান্নাকাটি করে এবং বিস্তারিত তার মায়ের কাছে খুলে বলে।
মঠবাড়িয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার বলেন, গ্রেফতার সজল মিয়াকে বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। ওই স্কুলছাত্রীকে ডাক্তারি পরীক্ষা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
