ফরিদপুরে ডাক্তারের অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ
ফরিদপুর ব্যুরো
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৩, ০৮:০১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ফরিদপুর শহরের মুজিব সড়কে একটি বেসরকারি হাসপাতালে মুন্নি আক্তার নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে। চিকিৎসকের ভুল চিকিৎসা ও অবহেলায় তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে।
রোগীর মৃত্যুর পর হাসপাতালের ডাক্তার-নার্সসহ ম্যানেজার পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অভিযোগে জানা গেছে, শহরতলীর কৈজুরী ইউনিয়নের পিয়ারপুর গ্রামের মাজেদের স্ত্রী মুন্নি আক্তারের প্রসব বেদনা উঠলে সোমবার শহরের মুজিব সড়কে অবস্থিত শাপলা প্রাইভেট হসপিটালে ভর্তি করা হয়। এদিনই তার সিজার করেন হাসপাতালের চিকিৎসক ডা. আঁখি আক্তার। পরবর্তীতে মঙ্গলবার রাতে প্রসূতি মুন্নি আক্তারের বুকে জ্বালাপোড়া শুরু হয়। এ সময় তাকে চিকিৎসকের পরামর্শে দুটি ইনজেকশন পুশ করা হয়। কিছুক্ষণ পর মুন্নি আক্তারের নাক-মুখ দিয়ে রক্তক্ষরণ শুরু হয়। এরপরই তার মৃত্যু হয়।
রোগীর স্বজনদের অভিযোগ, চিকিৎসকের ভুল চিকিৎসার কারণেই প্রসূতি মুন্নি আক্তারের মৃত্যু হয়। এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে রোগীর স্বজনদের বাগবিতণ্ডা হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর স্বজনসহ লাশ হাসপাতাল থেকে জোরপূর্বক বের করে দেয়। দীর্ঘ সময় হাসপাতালের সামনে লাশটি রাখা ছিল।
এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কেউ না থাকায় তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। খবর পেয়ে শাপলা হাসপাতালে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান বলেন, বিষয়টি শুনেছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
