খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গাজীপুরে বিশেষ দোয়া মাহফিল
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৩, ০৮:২৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে এবং আশু রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল ও আলোচনা সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম গাজীপুর মহানগর শাখা।
বুধবার বিকালে মহানগর বিএনপি কার্যালয় প্রাঙ্গণে মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্মের সিনিয়র সহ-সভাপতি এসএম জহিরুল ইসলাম সবুজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু নাসির রাশেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকার।
অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন মুক্তিযুদ্ধের প্রজন্মের কেন্দ্রীয় সভাপতি রায়হান আল মাহমুদ রানা।
বিশেষ অতিথির বক্তব্য দেন, মহানগর বিএনপি নেতা আফজাল হোসেন কায়সার, আহমেদ আলী রুশদী, রাকিব উদ্দিন সরকার পাপ্পু, অ্যাডভোকেট আবদুস সালাম শামীম, বীর মুক্তিযোদ্ধা এসকে জবিউল্লাহ, জিএস নীনা মোস্তফা প্রমুখ।
আরও বক্তব্য দেন- মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বীণা, মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্ম নেতা শাহাদাত হোসেন দিশারী, মহিলা দল নেত্রী দীপা মনি প্রমুখ।
