Logo
Logo
×

সারাদেশ

গাজীপুরে চালককে কুপিয়ে হত্যা করে অটোরিকশা ছিনতাই

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৩, ০৭:৪৯ পিএম

গাজীপুরে চালককে কুপিয়ে হত্যা করে অটোরিকশা ছিনতাই

গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানাধীন সার্ডি এলাকায় নূরুল ইসলাম নামে এক অটোরিকশাচালককে কুপিয়ে হত্যা করে তার অটোরিকশা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। পুলিশ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে নূরুল ইসলামের (৫০) লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ওসি আবু সিদ্দিক জানান, নিহত নূরুল ইসলাম শেরপুর জেলার সদর থানাধীন বাগেরকান্ডা গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে। তিনি বাসন থানার বউবাজার এলাকায় পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করতেন এবং একটি গ্যারেজ ভাড়া নিয়ে ৫-৬টি অটোরিকশা ভাড়া দিতেন। তিনি নিজেও একটি অটোরিকশা চালাতেন।

তিনি জানান, বৃহস্পতিবার ভোরে অজ্ঞাত ছিনতাইকারীরা নূরুল ইসলামকে সুইসগিয়ার দিয়ে উরু, মাথা, বুকে ও পিঠে উপর্যুপরি কুপিয়ে হত্যা করে তার অটোরিকশা ছিনিয়ে নিয়ে যায়। সংবাদ পেয়ে বাসন থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

গাজীপুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম