Logo
Logo
×

সারাদেশ

সড়কের পাশে বৃদ্ধের লাশ ফেলে নারী উধাও

Icon

ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৩, ১১:১৫ পিএম

সড়কের পাশে বৃদ্ধের লাশ ফেলে নারী উধাও

ফতুল্লায় রাস্তার পাশ থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় একটি কারখানার সিসিটিভি ফুটেজে দেখা গেছে, এক নারী ওই লাশ নিয়ে যান।

সোমবার দুপুরে ফতুল্লার শিবু মার্কেট এলাকায় জুয়েল রি-রোলিং মিলের গেটের সামনে লাশটি ফেলে রাখা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে রাস্তায় একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। স্থানীয় একটি কারখানার সিসিটিভি ফুটেজে দেখা যায়, একজন নারী লাশটি ফেলে গেছেন।

পরে বিকালে পুলিশ এসে বৃদ্ধের পরিচয় শনাক্ত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) খবর দেন। 

রাত ৮টার দিকে লাশ ময়নাতদন্তের জন্য শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ফতুল্লা মডেল থানার ওসি নুরে আজম জানান, নিহতের শরীরের কোথাও জখমের দাগ নেই। তবে নাক দিয়ে রক্ত বের হতে দেখা গেছে। নিহতের পরিচয় জানা গেলে এবং ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

লাশ নারী ফতুল্লা নারায়ণগঞ্জ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম