চালকদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করাল বিআরটিএ
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৩, ০৯:০৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
গাড়িচালকদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) রাজশাহী সার্কেল। জেলা প্রশাসন ও জেলার সিভিল সার্জন কার্যালয়ের সহযোগিতায় বৃহস্পতিবার সকালে বিআরটিএর রাজশাহী সার্কেলের কার্যালয়ে চালকদের স্বাস্থ্য পরীক্ষা করানো হয়।
এদিন যেসব পেশাজীবী গাড়িচালক নিজেদের ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে আসেন তারা বিশেষ এ সেবা পান। এছাড়া তাদের গাড়ি চালানো এবং ট্রাফিক আইন সম্পর্কে রিফ্রেশার প্রশিক্ষণও দেওয়া হয়। জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে এসব কর্মসূচি হাতে নেয় বিআরএটিএর রাজশাহী সার্কেল।
সকালে প্রধান অতিথি হিসেবে এই প্রশিক্ষণ ও স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাবিহা সুলতানা। এ সময় তিনি বলেন, গাড়ির নানা যন্ত্রাংশের মতো মানুষের শরীরও একটি যন্ত্র। এই শরীরযন্ত্রেরও নিয়মিত চেকআপ প্রয়োজন। অনেকে সুস্থ আছেন ভেবেই হয়তো চিকিৎসকের কাছে যান না। সেজন্য এই স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। সড়কে দুর্ঘটনা কমিয়ে আনাই এর লক্ষ্য।
শুভেচ্ছা বক্তব্য দেন বিআরটিএর রাজশাহী সার্কেলের সহকারী পরিচালক মো. আবদুল খালেক।
এ সময় সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. বায়েজীদ উল ইসলামসহ একটি চিকিৎসক দল উপস্থিত ছিল। তারা বিনামূল্যে গাড়িচালকদের রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা করেন। এছাড়া তাদের দৃষ্টিশক্তি পরীক্ষা করে দেখেন চিকিৎসকেরা।
এতে অনেকের সমস্যা ধরা পড়ে। আবার কারো কোনো সমস্যা নেই বলেও জানান চিকিৎসকরা। যাদের নানা সমস্যা ধরা পড়ে তাদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণের কথা বলা হয়।
