শেখ রাসেল দিবসে স্বজন সমাবেশের আলোচনা-গাছের চারা বিতরণ
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৩, ১১:৩০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে শেখ রাসেল দিবস উপলক্ষে বৃহস্পতিবার ‘শেখ রাসেলের ছেলেবেলা ও আজকের শিশু’ শীর্ষক আলোচনা, ৬০তম জন্মোৎসবে শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ ও শেখ রাসেলের ক্লাসের (৪র্থ শ্রেণির) ৬০ জন শিক্ষার্থীর মাঝে আম্রপালি গাছের চারা বিতরণ করা হয়।
ছাত্রছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ করেন প্রধান অতিথি জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুল। তিনি বলেন, তোমাদের মতো বয়সের ছিল শেখ রাসেল। ৭৫ সালের ১৫ আগস্ট বিশ্বের জঘন্যতম কলঙ্কময় সেই কালোরাত্রিতে নিষ্পাপ শিশু শেখ রাসেলকে হত্যা করা হয়। সে তো ছিল শিশু!
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মাওহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আল ফারুক, অচিন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন কাদের রুবেল, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মুনসুর আহমেদ মিলন, উপজেলা স্বজন সমাবেশের সহসভাপতি শামীমা খানম মীনা, সাধারণ সম্পাদক সেলিম আল রাজ, গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দিতি বানু, স্বজন তাসাদদুল করিম, শামীম আনোয়ার প্রমুখ।
