রানা-ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
দেশের বাল্য বিয়ের সব রের্কড ভেঙে মাত্র ১৪ বছরে পা দেয়ার পর চার বিয়ে সম্পন্ন করেছে রানা নামে এক কিশোর। বর্তমানে তার বয়স এখন ১৬ বছর।
কিশোর রানার বাড়ি কুষ্টিয়া মিরপুর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের ফুলবাড়ীয়া গ্রামের রাশেদুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, যৌতুকের লোভে মাত্র ১৪ বছর বয়সে রানা প্রথম বিয়ে করে। এরপর একে একে সে তিনটি বিয়ে করে। বিভিন্ন কারণে সেই সব স্ত্রী রানাকে তালাক দিয়ে চলে যায়।
সর্বশেষ শুক্রবার (২০ জুলাই) আরেকটি বিয়ে করে। এ নিয়ে গত দুই বছরে রানার চারটি বিয়ে সম্পন্ন হয়। আর রানা ও তার পরিবারের এমন কাজে মহাবিরক্ত হয়ে উঠেছে গ্রামবাসী।
তাদের এমন কাজে গ্রামবাসীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করে। পরে অভিযোগের সত্যতা পেয়ে রানার বাবাকে আটক করা হয়। তবে রানা পলাতক রয়েছে।
মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জামাল আহমেদ জানান, গ্রামবাসীর মাধ্যমে বিষয়টি জানতে পেরে সোমবার (২৩ জুলাই) ওই কিশোরের বাবাকে আটক করা হয়েছে। কিশোর রানাকে আটকের জন্য অভিযান চলছে।
